কলকাতা 

চলে গেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেতা তাপস পাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজ সকালে মম্বাই বাংলার জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্য হয়। ৬১বছরে তার মৃত্যু হলো।

তাপস পালেরজন্ম ১৯৫৮। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে  নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন।

Advertisement

জন্ম২৯ সেপ্টেম্বর ১৯৫৮মৃত্যু১৮ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৬১)

মুম্বই থাকতেন বেশ কয়েক বছর পেশাঅভিনেতা সাফল্য অর্জন করেন রাজনীতিক কার্যকাল১৯৮০-বর্তমান দাম্পত্য সঙ্গী নন্দিনী পাল সন্তানসোহিনী পাল।

২০১৪ সালে, কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে “চন্দননগরের মাল” বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে “মাল” নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। পরে এই নিয়ে বিতর্ক তৈরী হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান।

২০১৬ সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোণামে আসেন। রোজ ভ্যালি নামে একটি চিটফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এই সময়ে তাকে একটি পরচুলা পড়তে দেখা যায় যা সম্ভবতঃ তিনি তার বিখ্যাত ছবি মেজ বউ তে পড়েছিলে। আজ তার মৃত্যুতে বাংলা সিনেমা জগতে শোকের ছায়া।

তিনি ১৯৮০ সালে অভিনয় জগতে আসেন। তরুণ মজুমদারের দাদার কীর্তিতে প্রথম অভিনয় করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − two =