কলকাতা 

জট কাটাতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক অনেক আগেই হওয়া উচিত ছিল , দেরিতে হলেও শুভ উদ্যোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : শেষ পর্যন্ত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক হয়ে গেল । আজ সোমবার সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী বেলা ১২টা নাগাদ পৌছে যান রাজভবনে। টানা এক ঘন্টা ধরে বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে । রাজ্যপাল জগদীপ ধনকড় পশ্চিমবাংলার দায়িত্ব পাওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে । এই পরিস্থিতি দুই প্রশাসনিক প্রধানের মুখোমুখি বৈঠক জরুরি ছিল । কিন্ত দুপক্ষই অনড় অবস্থানে থাকায় সমস্যার সমাধান কিছুতেই হচ্ছিল না । রাজ্যের সাধারণ মানুষের দাবি ছিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল মুখোমুখি বসে সমস্যার হাল করুক । কারণ মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী যেমন নির্বাচিত প্রতিনিধি ঠিক তেমনই রাজ্যপালও সাংবিধানিক প্রধান । তিনি সংবিধান সম্মতভাবেই মনোনীত ব্যক্তি । সংবিধান তাকে নির্দিষ্ট ক্ষমতা দিয়েছে , সেই ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ তিনি যেমন করতে পারেন না ঠিক তেমনই সাংবিধানিকভাবে তিনি রাজ্য প্রশাসনের কাছ থেকে সম্মান পাওয়ার অধিকারী । রাজ্য প্রশাসনের কোনো কর্তা তাঁকে অবঞ্জা করতে পারেন না , বা তাঁর নির্দেশকে অমান্য করতে পারেন না ।

তাই বৈঠক শেষ হওয়ার ঘণ্টাখানেক পরে রাজভবনের তরফে সে ছবি প্রকাশও করা হয়। রাজ্যপাল নিজেও ছবি টুইট করেন। তিনি লেখেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ঘণ্টা ধরে অত্যন্ত সন্তোষজনক আলোচনা হল।

Advertisement

রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এই প্রথম নয় তবে গত সাড়ে মাসে বিভিন্ন কারণে যখন যখন মুখ্যমন্ত্রীকে বা রাজ্যের অন্য কোনও মন্ত্রীআমলাকে রাজ্যপাল ডেকেছেন, তখন অধিকাংশ ক্ষেত্রেই সে সব তলবে সাড়া দেওয়ায় অনীহা দেখা গিয়েছে সোমবারের বৈঠক সেই প্রবণতায় একটা ব্যতিক্রম কোনও টানাপড়েন ছাড়াই মুখ্যমন্ত্রী বার রাজভবনে হাজির হলেন

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসার পর থেকে নানা বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একাধিক জেলায় গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক ডেকেছেন। কিন্তু রাজ্য জেলা প্রশাসনের কর্তারা হাজির হননি। তা নিয়ে রাজ্যপাল প্রবল তোপ দেগেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হয়ে থাকা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে পুলিশ নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছিলেন রাজ্যপাল। তা নিয়েও সঙ্ঘাত চরমে পৌঁছয়। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালের ঢুকতে না পারা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েও কোনও শীর্ষকর্তার দেখা না পাওয়া, ঘেরাও এবং বিক্ষোভের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও যোগ দিতে না পারাএকের পর এক ঘটনায় আরও রুষ্ট হন রাজ্যপাল। রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সে সব নিয়ে তাঁর বাগ্যুদ্ধ তুঙ্গে ওঠে

বিধানসভায় রাজ্য সরকার যে সব বিল পেশ করতে চাইছিল, তা নিয়েও সঙ্ঘাত তৈরি হয়েছিল নবান্ন এবং রাজভবনের মধ্যে। কয়েকটি বিলের বিষয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে ব্যাখ্যা চাইছিলেন রাজ্যপাল। ব্যাখ্যা দিতে কোনও সরকারি কর্তা রাজভবনে হাজির হচ্ছিলেন না বলে বিল আটকে রেখেছিলেন রাজ্যপাল। তা নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরকার পক্ষ তোপ দাগতে শুরু করে। রাজ্যপালের দিকে আঙুল তুলে বিধানসভার অধিবেশনও দুদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল অসহযোগিতা করছেন বলে তোলা হয় অভিযোগ

সাম্প্রতিকতম সঙ্ঘাত তৈরি হয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আমন্ত্রণপত্রে রাজ্যপাল তথা আচার্যের নাম রাখা হয়নি। রাজ্যপালের অভিযোগ, তাঁকে সমাবর্তনের কথা জানানোও হয়নি। নিয়ে কড়া পদক্ষেপ করেন রাজ্যপাল। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ করেন তিনি। উপাচার্য পদ থেকে দেবকুমার মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার বিষয়ে ভাবনার প্রক্রিয়াও শুরু করা হচ্ছে বলে রাজভবনের তরফে জানানো হয়

বিকাশ ভবন সূত্রের খবর, এই শোকজ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও অত্যন্ত উদ্বিগ্ন। পার্থ নিজে তেমন কিছু বলেননি। কিন্তু, নানা ভাবে চেষ্টা করেও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া জটিলতার সমাধান পার্থ করতে পারেননি বলে খবর

এই রকম এক সঙ্ঘাতের আবহেই দিন রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। এক ঘণ্টা তিনি রাজ্যপালের সঙ্গে কথা বললেন। বৈঠক শেষে রাজ্যপাল জানালেন, আলোচনায় তিনি সন্তুষ্ট। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, ধনকড়ের সঙ্গে মমতার এই বৈঠক আপাতত সঙ্ঘাতের আঁচ কিছুটা কমাতে পারে

তবে এটা স্বীকার করতে হবে রাজ্যপাল যেহেতু সাংবিধানিক পদে আসীন তাই তাঁর সম্পর্কে কোনো মন্তব্য করার আগে শাসক দলের নেতা-মন্ত্রীদের সংযত হওয়া প্রয়োজন । আজকের বৈঠকের পর আশা করা হচ্ছে আগামী রাজ্য সরকার , মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এক সঙ্গে কোনো বির্তক ছাড়াই প্রশাসন চালাবেন ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 1 =