কলকাতা 

পরীক্ষার মরসুমে উচ্চস্বরে মাইকে গান-বাজনা হলে কড়া পদক্ষেপ নেবেন কমিশনার, হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । আর এরপরেই আছে উচ্চ-মাধ্যমিক , তারপর আছে স্নাতক পরীক্ষা । এই পরীক্ষার মরসুমে কোনো ধরনের মাইকিং ও উচ্চস্বরে গান-জলসা চলবে না কলকাতা পুলিশ গতকাল তাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে।এই সময়ে মাইকিং, উচ্চস্বরে গানবাজনার সমস্যা হলে কলকাতা পুলিশকে শুধু ফোনেই অভিযোগ জানানো যাবে তাই নয়, সরাসরি হোয়াটসঅ্যাপও করা যাবে। ফোন করা যেতে পারে কলকাতা পুলিশের দেওয়া বিশেষ ৪টি নম্বরে।

প্রতি বছরই পরীক্ষার মরসুমে শহর থেকে গ্রাম, সর্বত্র মাইক বাজিয়ে অনুষ্ঠান করতে দেখা যায়। রাত পর্যন্ত জলসাও হয় অনেক জায়গায়। তাতে সমস্যায় পড়েন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষার্থীদের এই শব্দ যন্ত্রনা থেকে মুক্তি দিতে এবার উদ্যোগী হল প্রশাসন।

Advertisement

এ বিষয়ে খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা টুইট করে পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি ফেসবুক এবং টুইটারের মাধ্যমে জানিয়েছেন, ‘‘পরীক্ষার্থীদের জন্যে শুভেচ্ছা রইল। মাইকিং অথবা তারস্বরে গান বাজানোর কারণে পড়াশোনায় সমস্যা হলে ১০০ ডায়ালে ফোন করুন। এ ছাড়াও আরও চারটি নম্বরে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে।’’

নম্বরগুলি হল, ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫, ৯৪৩২৬২৪৩৬৫। এছাড়াও ইতিমধ্যেই চালু হয়েছে পর্ষদের হেল্পলাইন নম্বরও। পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন অনুজ শর্মা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =