কলকাতা 

‘‘বিরোধী মতকে শায়েস্তা করার জন্য ধর্ষণকে হাতিয়ার করা হয়। সঙ্ঘ পরিবার গোটা দেশে করছে তৃণমূল আমাদের রাজ্যে সেটা ব্যবহার করছে।” বিধানসভায় নার্গিস বেগমের অশালীন মন্তব্যের প্রতিক্রিয়ায় মুহাম্মদ সেলিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শাসক দলের বিধায়ক নার্গিস বেগম সিপিএমের এক মহিলা বিধায়ককে অশালীন ভাষায় আক্রমণ করায় তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বঙ্গ রাজনীতিতে ।এদিকে, দলেরই বিধায়কের এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। নার্গিসের মন্তব্যের নিন্দায় সরব হন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। তারপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নার্গিস বেগমের বিরুদ্ধে নালিশ জানান বাম বিধায়ক জাহানারা খান।

ক্ষমা চাওয়ার পরে নিজের অবস্থান বদল করেন তৃণমূল বিধায়ক। নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে তিনি জানান, জাহানারাকে তিনি বলতে চেয়েছিলেন যে তাঁর প্রস্তাবমতো ধর্ষণ নিয়ে বিধানসভায় পরে আলোচনা হবে। যদিও নার্গিসের এই সাফাইয়ে আমল দিল না বিরোধীরা।

Advertisement

আর এনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ মুহাম্মদ সেলিম বলেন,”বিধানসভায় তর্কবিতর্ক হতেই পারে। নির্বাচিত প্রতিনিধি মহিলা সদস্য হয়েও ধর্ষণের হুমকি দিচ্ছেন! সোনালি গুহকে ডেপুটি স্পিকার করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ওনাকে প্রোমোট করা হয়েছিল। একেও প্রোমোট করা হবে। দেশে নারী নির্যাতন, অ্যাসিড হামলার ঘটনা বাড়ছে। নারী নির্যাতনে উত্তরপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গ। সেই রাজ্যের শাসক দলের বিধায়কের কাছে এটাই আশা করা যায়। এটাই ওদের মানসিকতার পরিচয়।” তিনি আরও বলেন,”এরা এভাবেই সমাজকে দেখে। বিরোধী মতকে শায়েস্তা করার জন্য ধর্ষণকে হাতিয়ার করা হয়। সঙ্ঘ পরিবার গোটা দেশে করছে তৃণমূল আমাদের রাজ্যে সেটা ব্যবহার করছে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 10 =