Featured Video Play Iconকলকাতা 

কংগ্রেসকে কোনো দিন সাইনবোর্ড করা যায়নি আসলে বাম-কংগ্রেস জোটে ভয় পেয়েছেন মমতা : সোমেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুরসভা নির্বাচনসহ রাজ্যে এখন যে নির্বাচনই অনুষ্ঠিত হবে সেখানেই বাম ও কংগ্রেস জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন বাম ও কংগ্রেস জোট বাঁধায় ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নামে গালমন্দ করছেন। সোমেন মিত্র বলেন, ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে জোট গড়ে উঠলেও পরবর্তীতে কিছু সমস্যার কারণে জোট ভেস্তে গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি আলাদা, এই জোট আরও সুসংবদ্ধ হয়েছে। এখন বুথে বুথে একসঙ্গে আন্দোলন সংগঠিত হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবারও বিজেপির সঙ্গে বোঝাপড়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নীতিহীন স্বার্থপরতার অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের সিবিআইয়ের ভয় নেই। যাদের সিবিআইয়ের ভয় আছে তারা আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান।

তিনি আরও বলেন, কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে বলে যারা কটাক্ষ করছেন তাঁদেরকে বলি কংগ্রেসকে কোনোদিন সাইনবোর্ড করা যায়নি । কোনো সময়ে আবার এই কংগ্রেসের কাছে তাঁদের আসতে হয়েছে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 2 =