জীবিকার খোঁজখবর 

পিএসসি-র মাধ্যমে ফায়ার সার্ভিসে ১৪৫২ শূণ্যপদে লোক নিচ্ছে রাজ্য সরকার

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার ফায়ার অপারেটর পদে ১৪৫২জন লোক নিচ্ছে।মাধ্যমিক পাশ করে সিভিল , মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও অটো মোবাইলের মধ্য যে কোনো একটিতে আই টি আই কোর্স করে থাকলে  তারা আবেদন করতে পারবে।কোনো ক্লাব বা সুইমিং প্রতিষ্ঠানে সার্টিফিকেট থাকলে ও কোনো  সংস্থায় এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।দৈহিক মাপযোগ –উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি।বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৩২ ও ৩৪ইঞ্চি।বয়স ১.১.২০১৮হিসেবে ১৮থেকে ২৭বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা যথারীতি বয়সের ছাড় পাবেন।খেলোয়াড়দের জন্য পদ সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষা হবে ১৫সেপ্টেম্বর।লিখিত পরীক্ষার পর , দৈহিক মাপযোগ , দৈহিক সক্ষমতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৫মিনিটে ১কিমি দৌড়, ২০সেকেন্ডে একটি নির্দিষ্ট মাপের মই বেয়ে উঠা এক মিনিটে তিন তালা বাড়ির সিঁড়ি বেয়ে উঠা , ১:২২মিটার হাই জাম্প , শুধু হাতের সাহায্য এক মিনিট দড়ি ধরে উঠা ও একটি ৬৩:৫কেজি ওজনের বালির বস্তা বহন করে ৫০মিটার দূরত্ব অতিক্রম ।অনলাইনে দরখাস্ত করতে হবে।এই ওয়েবসাইটের মাধ্যমে www.pscwbaplication.in অনলাইনে দরখাস্ত করা যাবে ৩,জুলাই পর্যন্ত। পরীক্ষার ফি ১১০টাকা অনলাইন ও অফলাইনে ফি দেওয়া যাবে।


শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 5 =