জেলা 

পার্থের সঙ্গে গোপন বৈঠকে ছত্রধর, ঘাসফুলে যোগ দেওয়ার সংকেত ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দশ বছর জেলে থাকার পর ছত্রধর মাহাতো গ্রামের বাড়িতে ফিরে গেছেন । তবে তিনি যে রাজনীতির মধ্যেই থাকবেন তা আগেই বলে দিয়েছেন । শোনা যাচ্ছে তাঁকে জঙ্গলমহলের কোনো একটি আসন থেকে শাসক দল প্রার্থী করার চিন্তাভাবনা করছে । এই খবর এতদিন বাজারে রটে ছিল । শনিবার ছত্রধর মাহাতো পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠক করেন । আর এই বৈঠক ঘিরে তাঁর ঘাসফুলে যোগদান বিষয়টি আরও জোরালো হয়েছে । যদি উভয়ই এই বৈঠককে ‘সৌজন্যমূলক’বলে দাবি করেছেন ।

জানা গেছে শনিবার ঝাড়গ্রাম জেলার প্রথম ঝুমুর মেলার উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্সে ডাকা হয়েছিল সদ্য জেল থেকে জামিনে মুক্ত জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে। গোপন এই বৈঠকে হাজির ছিলেন সস্ত্রীক ছত্রধর মাহাতো। এই বৈঠকের পরেই ছত্রধরের জোড়া-ফুল শিবিরে যোগদানের জল্পনা বেড়ে গিয়েছে।

Advertisement

তবে, পুরো বিষয়টিতেই ধোঁয়াশার জিয়িয়ে রেখেছেন পার্থ চট্টোপাধ্যায় ও ছত্রধর মাহাতো। বৈঠক শেষে ছাত্রধর মাহাতো বলেন, ‘পার্থবাবু কথা বলার জন্য আমাকে ডেকে ছিলেন। কুশল বিনিময় হয়েছে। তবে, দলের হয়ে কাজ করার বিষয়ে আরও কিছুটা সময় চেয়েছি। আমি আরও কিছুদিন সময় নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করব। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি।’ পরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। উনি সবে জেলের বাইরে এসেছেন। বাইরের আলো-বাতাসটা একটু দেখুন। তৃণমূলে যোগদান নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি উনি।’

২০১৯ লোকসভায় জঙ্গলমহলে ভাল ফল করেছে বিজেপি। আদিবাসীদের মধ্যেও গেরুয়া শিবিরের প্রবাব রয়েছে। এই পরিস্থিতিতে জামিনে মুক্ত ছত্রধরকে দলে টানতে মরিয়া তৃণমূল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ বিধানসভা ভোটের আগে ছত্রধরকে পুঁজি করেই দলীয় সংগঠন পোক্ত করতে চাইছে জোড়া-ফুল শিবির।

এদিকে ছত্রধর মাহাতো জেলে যাওয়ার আগে তৃণমূল করতেন । সেই সময় থেকে মুকুল রায়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল । মুকুল রায় এখনও ছত্রধর মাহাতোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । এই অবস্থায় ছত্রধর যদি গেরুয়া শিবিরে যোগ দেন তাহলে জঙ্গল মহলে শাসক তৃণমূলের জনপ্রিয়তা ফিরিয়ে আনা কঠিন হবে । সেজন্যই গতকাল ছত্রধরের সঙ্গে গোপন বৈঠক করেন তৃণমূলের মহাসচিব ?

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 5 =