দেশ 

ওমর আবদুল্লাহকে কেন জন-সুরক্ষা আইনে আটক করা হয়েছে ? নেপথ্য রহস্য জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘‘উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ যখন তুঙ্গে, ভোট বয়কটের ডাক উঠেছিল সর্বত্র, সেইসময়ও সাধারণ মানুষকে বাড়ির বাইরে বার করে ভোট দেওয়াতে সক্ষম হয়েছিলেন তিনি। এ থেকেই আন্দাজ করা যায়, মানুষকে প্রভাবিত করার কতটা ক্ষমতা রয়েছে ওঁর।’’ এই বক্তব্য আমাদের সরকারের । আর জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কেন জন-সুরক্ষা গ্রেফতার করা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এই রিপোর্ট দিয়েছে । তারা বলেছে ,উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ যখন তুঙ্গে, একযোগে যখন ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদীরা, সেই পরিস্থিতিতেও সাধারণ মানুষকে বাড়ির বাইরে বার করে আনতে পেরেছিলেন তিনি। তাঁদের ভোট দেওয়াতে পেরেছিলেন।

কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার সিদ্ধান্ত নিলে, গত ৫ অগস্ট ওমর আবদুল্লাকে আটক করা হয়। গত ছ’মাস ধরে উপত্যকায় বন্দি হয়ে রয়েছেন তিনি। সম্প্রতি জন সুরক্ষা আইনেও অভিযুক্ত করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের একটি নথি সম্প্রতি সংবাদমাধ্যমের হাতে এসেছে। তাতে ন্যাশনাল কনফারেন্স (এনসি) সহ-সভাপতি ওমরের সম্পর্কে বলা হয়েছে, ‘‘উনি উগ্রবাদী চিন্তাধারাকে সমর্থন করেন এবং যা তিনি কাজেও করে দেখিয়েছেন।’’ যদিও এর সপক্ষে কোনও প্রমাণের উল্লেখ নেই ওই নথিতে।

Advertisement

ওমর উপত্যকার বিশেষ মর্যাদা বিলোপের বিরোধিতা করেছিলেন এবং দেশের অখণ্ডতা রক্ষার বিরুদ্ধে টুইটারে মানুষকে উস্কানি দিয়েছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে ওই নথিতে।অভিযোগের সত্যতা প্রমাণ করতে ওমরের টুইটার হ্যান্ডল থেকে কোনও উস্কানিমূলক পোস্ট দেখাতে পারেনি কেন্দ্র।  ৫ অগস্ট গ্রেফতার হওয়ার আগে ওমরের টুইটার হ্যান্ডল থেকে শেষ যে টুইটটি পোস্ট হয়েছিল, তাতে শান্তি এবং সংযমের কথাই বলা ছিল।

রাজনীতির আড়ালে ওমর সরকার বিরোধী কাজকর্মে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, ‘‘মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, দেশবিরোধী কাজকর্মে লিপ্ত ছিলেন উনি। সরল মনে মানুষ ওঁকে সমর্থন করলেও, এই ধরনের কাজকর্ম চালিয়ে গিয়েছেন উনি। কিন্তু ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলোপের পর মানুষের সমর্থন জোগাড় করতেই স্বমূর্তিতে ধরা দেন উনি। নোংরা রাজনীতিতে ভর করে সরকারি নীতির বিরুদ্ধে মানুষকে উস্কানি দিতে শুরু করেন।’’দীর্ঘ ছ’মাস ধরে বন্দিদশায় দিন কাটছে ওমরের। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × five =