কলকাতা 

সিএএ : কলকাতা বইমেলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার বিকেলের দিকে কলকাতা বইমেলায় নিজেদের দলীয় স্টলে আসেন বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। আর সেই সময় তাঁকে লক্ষ্য করে প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা স্লোগানের ঝাঁঝ বাড়াতে থাকেন। শুরু হয়ে যায় উত্তেজনা। বিজেপি কর্মীরা তেড়ে গেলে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। হাতাহাতি হয় বলেও জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। ছাত্র-ছাত্রীদের দাবি, তাঁদের মারধর করেন বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা শুরু হয়। চলে আসে পুলিশ। দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কোনও রকম রাজনৈতিক অরাজনৈতিক জমায়েত বা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছিল বইমেলা উদ্যোক্তা গিল্ড। উদ্বোধনের আগে তা জানিয়ে দেওয়া হয়েছিল। বিগত বছরের কথা মাথায় রেখে এবার এই পদক্ষেপ করেছিল গিল্ড। জানা গিয়েছে, এদিন বিক্ষোভ হতে পারে এরকম কোনও আঁচ পায়নি পুলিশ। ছাত্র-ছাত্রীরা বিক্ষিপ্ত ভাবে ঢুকে এদিন জমায়েত করেন বিজেপি’র স্টলের সামনে। সেখানে তাঁরা সিএএ ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা সেখানে পৌঁছতেই শুরু হয় ঝামেলা।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − 3 =