দেশ 

মোদী-অমিতে নয় , দিল্লিবাসীর আস্থা কেজরিওয়ালেই , নিশ্চিহ্নের পথে কংগ্রেস বুথ ফেরত সমীক্ষায় আগাম আভাষ ক্ষমতায় ফিরছে আপ!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ফের ক্ষমতায় আসছে আম আদমী পার্টি । অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন । এনিয়ে কোনো সন্দেহ আর নেই । আজ দিল্লি বিধানসভার নির্বাচন শেষ হওয়ার পরেই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের বুথ-ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমী পার্টির প্রতি দিল্লিবাসীর আস্থা অটুট রয়েছে । বিজেপির ৭০ জন মন্ত্রী , ২০০ সাংসদ , কোটি কোটি টাকা খরচ করেও আপ-এর কাছাকাছি পৌছাতে পারবে না বলে বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে ।

অন্যদিকে, ১৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা সত্ত্বে দিল্লি বিধানসভায় তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না কংগ্রেস । বুথ-ফেরত সমীক্ষা বলা হয়েছে দিল্লিতে কংগ্রেস বড়জোর ২টি আসন পেতে পারে ।

Advertisement

তবে এই ধরনের সমীক্ষা কখনওই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা প্রমাণিত। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। তারই ভিত্তিতে বারের ফলাফলের আগাম আভাস। 

 টাইমস নাওএর তরফে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ৭০টি আসনের মধ্যে বারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন , কংগ্রেস ১টি আসন পেতে পারে। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫৩৫৪টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১১১৭টি আসন, কংগ্রেস কোনো আসন পাবে নারিপাবলিকান জন কি বাত জানিয়েছে আপ ৪৮-৬১ , বিজেপি ৯-২১ এবং কংগ্রেস ১টি । ইন্ডিয়া নিউজ নেতা-এর দাবি আপ পেতে পারে ৫৩-৫৭ , বিজেপি পেতে পারে ১১-১৭ , কংগ্রেস ১-২ টি আসন পেতে পারে। টিভি নাইন ভারতবর্ষ সিসেরো-এর মতে আপ ৫৪, বিজেপি ১৫ , কংগ্রেস ১। সুদর্শন নিউজ-এর মতে আপ পেতে পারে ৪০-৪৫ , বিজেপি ২৪-২৮ , কংগ্রেস ২-৩ টি আসন পেতে পারে দাবি করা হয়েছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + six =