কলকাতা 

কলকাতা সহ দক্ষিনবঙ্গে শুক্রবার-শনিবার দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে । হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা হতে শুরু করবে। এ দিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী দু’দিন অর্থাৎ শুক্র এবং শনিবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে কোথাওই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি কমলে ফের পারদ নেমে যাওয়ার আশা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে এক সপ্তাহের মধ্যে এই ঘন ঘন বদল। পশ্চিমী ঝঞ্ঝা বাধা না হয়ে দাঁড়ালে সপ্তাহ জুড়েই কনকনে ঠান্ডা বজায় থাকত। কিন্তু তার জেরেই উত্তুরে হাওয়া আটকে গিয়ে পারদ চড়তে শুরু করেছে। তাই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ফের নামতে পারে তাপমাত্রা।

Advertisement

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক, ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হলেও তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশেই থাকবে বলে জানিয়েছে আলিপুর।

বৃষ্টির খবরে উদ্বিগ্ন বইমেলায় আগত প্রকাশকরা । কারণ আবার বৃষ্টি হলে বইমেলায় দর্শক যেমন কমবে একইসঙ্গে বিক্রিও কম হবে । বইমেলার শেষভাবে আবহাওয়া খামখেয়ালিপনায় সাধারন মানুষও অখুশি ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 11 =