কলকাতা 

রাজ্যের পুর নির্বাচনেও বিজেপির ভরসা মুকুলই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিলীপ ঘোষ নন , আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হল একদা মমতার প্রধান সেনাপতি মুকুল রায়কেই ।বৃহস্পতিবার মুকুলকে আহ্বায়ক করে ৫৭ জনের কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। সহ-আহ্বায়ক করা হয়েছে রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় সিংকে। এই নির্বাচন পরিচালন কমিটিতে রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীও। এছাড়া সমস্ত সাংসদই এই কমিটিতে রয়েছেন। তালিকায় নাম আছে বেশ কয়েক জন বিধায়কেরও। পুরসভা নির্বাচনের প্রার্থী বাছাই থেকে পুর নির্বাচন পরিচালনা করবে এই নবগঠিত পুর-পরিচালন কমিটি। এদিন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচ জন কনভেনরের নামও ঘোষণা করেছে বিজেপি। উত্তরবঙ্গে দীপেন প্রামানিক, নবদ্বীপে দেবাশিস মিত্র, কলকাতায় গৌতম চৌধুরী, মেদিনীপুরে তুষার মুখোপাধ্যায়, রাঢ় এলাকায় নির্মল কর্মকার। এছাড়া জেলা ভিত্তিক দায়িত্বও বন্টন করা হয়েছে।

Advertisement

কলকাতা ও হাওড়া পুরসভা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন আসন্ন। পুর নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন স্তরে বঙ্গ বিজেপি বৈঠক করেছে। এবার গেরুয়া শিবির মুকুলকে মাথায় রেখে ৫৭ জনের কমিটি ঘোষণা করে পুরনির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিল বলে মনে করা হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 1 =