দেশ 

ছ’মাস গৃহবন্দী রাখার পর ওমর-মেহবুবার বিরুদ্ধে জনসুরক্ষা আইনে কেন মামলা দায়ের করল স্বরাষ্ট্রমন্ত্রক ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : টানা ছয় মাস গৃহবন্দী রাখার পর এবার জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মেহবুবা মুফতির বিরুদ্ধে জনসুরক্ষা আইনে (পিএসএ) মামলা দায়ের করল স্বরাষ্ট্রমন্ত্রক এই আইনে কারও বিরুদ্ধে মামলা দায়ের করা হলে দুবছর পর্যন্ত বিনা বিচারে বন্দি করে রাখা যায় ওমর মেহবুবা মাস ধরে আটক এবার তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিল কেন্দ্র

গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পরেই রাজনৈতিক নেতাদের বন্দি করা হয় সম্প্রতি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়া হয়েছে তবে সূত্রের খবর, ভবিষ্যতে আর কোনওরকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন না, এই মর্মে লিখিত বিবৃতি দেওয়ার পরেই ছাড়া পেয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা কিন্তু এখনও মেহবুবা, ওমর সহ অন্তত ১০ জন রাজনৈতিক নেতা বন্দি

সূত্রের খবর, ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক আলি মহম্মদ সাগর, ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিধায়ক বশির ভিরি ও পিডিপি নেতা সরতাজ মাদনির বিরুদ্ধেও জনসুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে আজই শ্রীনগরের এমএলএ হস্টেল থেকে তাঁদের মুক্তি দেওয়া হয় কিন্তু এরপরেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 2 =