দেশ 

জামিয়া-শাহিন বাগকে কটাক্ষ করে নির্বাচনী প্রচার চালিয়ে মোদী-শাহ-র বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরছে ! কী বলছে সমীক্ষা রিপোর্ট ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাজে এল না শাহিন বাগ বিরোধী প্রচার । দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমী পার্টি । ভারতের প্রখ্যাত সংবাদ মাধ্যম টাইমস নাও দিল্লির ভোটের মাত্র ৫ দিন আগে যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে তাতে স্পষ্ট যে ২০২০-তে দিল্লির মানুষ বিজেপির উপর আস্থা রাখতে পারছে না । জনমত সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুসারে মোদী-অমিত শাহ যতই হিন্দুত্বের প্রচার করেছে তাতেই আপের ভোট বেড়েছে ।

বিগত ৫ বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালের সরকার যে কাজ করেছে তাতে আপ জনমানসে অনেকটাই জায়গা করে নিয়েছে । টাইমস নাওয়ের সমীক্ষা অনুযায়ী আপ ৫২ শতাংম ভোট পেতে চলেছে । আসন সংখ্যার বিচারে ৫৪-৬০টি আসন পাবে আপ । বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন । আর কংগ্রেস পেতে পারে ২টি আসন । বিজেপি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে তাদের জনপ্রিয়তা কমতে শুরু করেছে । অথচ তারা হিন্দুত্বে সব এজেন্ডাগুলিকে কার্যকর করার চেষ্টা করেছে । শাহিন বাগকে কটাক্ষ করেছে। তা সত্ত্বে দিল্লির মানুষ ধর্মনিরপেক্ষ দলকেই সমর্থন দিতে চলেছে বলে টাইমস নাওয়ের সমীক্ষায় উঠে এসেছে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + 18 =