খেলা 

আজ রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ,উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি রাশিয়া- সৌদি আরব

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: মাত্র আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তার পড়েই রাশিয়ায় শুরু হতে চলছে দীর্ঘ প্রতীক্ষার ফুটবলের ‘বিশ্বযুদ্ধ’। আজ উদ্বোধনী ম্যাচ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে দিয়েই শুরু হবে ফুটবলের এই বিশ্বকাপ। চলবে ১৫ জুলাই পর্যন্ত। জানা গিয়েছে, মোট ৩২ টি দেশের ফুটবলারদের নিয়ে শুরু হওয়া এই বিশ্বকাপে মোট ৬৪ টি ম্যাচ খেলা হবে। বিভিন্ন দেশের ৩২ টি দলকে আটটি আলাদা আলাদা বিভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক বিভাগের সেরা দুটি দল পৌঁছবে প্রি কোয়ার্টার ফাইনালে। বাকি দুটি করে টিম বাইরে চলে যাবে।
রাশিয়া ও সৌদি আরবের মধ্যে উদ্বোধনী এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। ম্যাচ শুরুর আধঘন্টা আগে ভারতীয় সময় রাত ৮ টায় লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এবারের ফিফা বিশ্বকাপে রাশিয়ার ১১ টি শহরে ১২ স্টেডিয়ামে মোট ৬৪ টি ম্যাচ খেলা হবে। বিগত কিছুদিন ধরেই রাশিয়ার ফুটবল দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকায় ফিফা ক্রমতালিকায় তাদের স্থান ৭০ তম। এরইমধ্যে আজ রাশিয়া তাদের নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপে তাদের অভিযান শুরু করছে তুলনায় দুর্বল দল সৌদি আরবের বিরুদ্ধে। তাদের লক্ষ্য হবে আজ জয় দিয়েই ইতিবাচকভাবে বিশ্বকাপ অভিযান শুরু করা। ফিফা ক্রমতালিকায় সৌদি আরব ৬৭ তম স্থানে রয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে সৌদি আরব।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + three =