কলকাতা 

রাজ্য বিধানসভায় ২০২০-২১-র বাজেট অধিবেশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি , বাজেট পেশ ১০ ফেব্রুয়ারি , কলকাতা-দূর্গাপুর পুর নিগমের শূন্যপদ পূরণ এবং শিক্ষকদের জেলায় বদলী সংক্রান্ত সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ২০২০-২১ সালের বাজেট অধিবেশন শুরু হবে । আজ রাজ্যপাল জগদীপ ধনকড় এক বিবৃতিতে জানিয়েছেন ,৭ ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় বাজেট অধিবেশন হবে সংসদের ১৭৪() ধারা মেনে সূত্রানুসারে, রবিবার রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজভবনে যান সেখানে বিবিধ বিষয়ে আলোচনা হয় তার মধ্যে অন্যতম ছিল বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশন সংক্রান্ত আলোচনা এক বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, ‘‘তাঁরা রাজ্যপালের বক্তৃতা সম্পর্কে আলোচনা করেন রাজভবন রাজ্য সরকারের মধ্যে অনেক উত্তেজনা রয়েছে সেই কারণে বক্তৃতার বিষয়ে আগে আলোচনা করে নেওয়া প্রয়োজন

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবারও পার্থ চট্টোপাধ্যায়ের রাজ ভবনে যাওয়ার কথা। তাঁর সঙ্গে যাবেন অর্থমন্ত্রী অমিত মিত্রও প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার

Advertisement

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১০ ফেব্রুয়ারি রাজ্যের মন্তিসভা বাজেট পেশ করবে আরও জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দফতর, কলকাতা পুর উন্নয়ন দফতর, কলকাতা পুরসভা দুর্গাপুর পুরসভায় প্রায় ৪০০ শূন্যপদ পূরণ করায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা

তাছাড়া গত ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমস্ত স্কুল শিক্ষকককে তাঁর বাসস্থানের জেলাতেই নিযুক্ত করার ব্যাপারেও পদক্ষেপ করতে চলেছে মন্ত্রিসভা  


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − ten =