দেশ 

জামিয়ার পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালানোয় অভিযুক্ত রামভক্ত গোপালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ অমিতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জামিয়ার পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালানোর অভিযু্ক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  তাঁদের সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিলেন তিনি বৃহস্পতিবার দুপুরে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ বিরোধী মিছিল লক্ষ্য করে গুলি চালায় বছর ১৯এর এক যুবক। তা নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও মন্তব্য করা হয়নি

আজ সন্ধ্যা ৬টা নাগাদ টুইটারে অমিত শাহই প্রথম নীরবতা ভাঙেন তিনি লেখেন, ‘‘গুলি চলার ঘটনায় দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে ওঁকে কঠোরতম পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি আমি কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে কোনও ভাবেই দোষীকে রেয়াত করা হবে না’’

Advertisement

জামিয়ার বাইরে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শাহিন বাগের আন্দোলনকে নিশানা করেছিলেন দলের সাংসদ অনুরাগ ঠাকুর দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি সেই মন্তব্যই আজকের ঘটনায় ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা

অমিত শাহ দিল্লি পুলিশের হাত বেঁধে রাখাতেই, ঘটনার সময় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টিও। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাও দাবি করে তারা। তার পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন শাহ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =