দেশ 

আগামী কাল থেকে দুদিন ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই , আলোচনায় কোনো সমাধান সূত্র বের হল না

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী কাল শুক্রবার শনিবার দুদিন বন্ধ হচ্ছেই । বাজেটের দিনে ব্যাঙ্ক বন্ধ থাকাটা নজীরবিহীন হিসাবে চিহ্নিত হবে । আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে বৈঠকে বসে টি সংগঠনের যৌথ মঞ্চ কিন্তু দীর্ঘ আলোচনার পরেও সমাধানসূত্র না বেরনোয় ওই দুদিন তারা ধর্মঘটের পথ থেকে সরে আসছে না বলে জানা গিয়েছে

বৈঠকে উপস্থিত ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির নেতাদের সূত্রে খবর, তাঁদের দাবি অন্তত ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে। কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন তাতে রাজি হয়নি। তাদের প্রস্তাব ছিল, ১২.২৫ শতাংশ। কর্মচারী সংগঠনগুলির দাবি, আইবিএ  নিজের সিদ্ধান্ত থেকে সরছে না। সে কারণেই আলোচনা ভেস্তে গিয়েছে দুদিন ধর্মঘট ডেকেছে যৌথ মঞ্চ। ফ্রেব্রুয়ারি রবিবার হওয়ায় টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। এর পাশাপাশি এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে কি না তার নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না। ফলে চরম সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকেরা। এর মধ্যে সমাধানসূত্র না মিললে আপাতত ভোগান্তি থেকে রেহাই নেই

Advertisement

১৩ জানুয়ারি মজুরি বৃদ্ধির দাবি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে নটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক সিদ্ধান্তে পৌঁছতে না পারায় ধর্মঘটের কথা ঘোষণা করে ইউনিয়নগুলিধর্মঘট হলে প্রভাব পড়বে ব্যবসায়িক লেনদেনে। শনিবার বাজেট পেশ হবে সংসদে। শেয়ার বাজারও খোলা থাকবে। কিন্তু ব্যাঙ্ক খোলা না থাকলে ব্যবসায়ীরা লেনদেনে ভোগান্তির মধ্যে পড়তে পারেন


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 12 =