দেশ 

মুখ্যমন্ত্রীর জেলা সফরের পথে গরু ধরার কাজ দেওয়া হল ইঞ্জিনিয়ারদের , খবর ফাঁস হতেই নির্দেশ প্রত্যাহার , যোগী রাজ্যের এই নির্দেশে হতবাক দেশবাসী!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা সফরে যাবেন । আর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ওই জেলার ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো গরু মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তায় না এসে পড়ে সেই ব্যবস্থা করতে । ইঞ্জিনিয়ারদের গরু ধরার কাজ দেওয়ার খবরে সমগ্র ভারতবাসী অবাক হয়েছে । কারণ আট থেকে আশি সকলেই রাস্তা থেকে বাড়ি, সেতু, উড়ালপুল নির্মাণ হল ইঞ্জিনিয়ারদের মূল কাজ। কেউ কেউ আবার সফটওয়্যারের কথাও বলতে পারেন। কিন্তু এক্কেবারে ইঞ্জিনিয়ারদের দিয়ে নতুন কাজ করাতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার।

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা সফরে যাবেন। আর সেই সময় রাস্তায় যদি একটাও গরুকে ঘুরে বেড়াতে দেখা যায় তাহলে, খপাৎ করে সেই সব গরুদের ধরে ফেলতে হবে PWD বা -Public Works Department-এর  জুনিয়র ইঞ্জিনিয়াররা ! এক দিনের জন্য গরু ধরার এমন বিতর্কিত আদেশ অবশ্য তড়িঘড়ি প্রত্যাহার করেছে উত্তরপ্রদেশ সরকার। মির্জাপুর জেলা প্রশাসন বলছে কেন ইঞ্জিনিয়ারদের হাতে এই ধরনের কাজ দেওয়ার আদেশ প্রথমে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

Advertisement

“৮ থেকে ১০ টা দড়ি এবং আপনার অধীনস্থদের দল নিয়ে দাঁড়ান। আপনি যদি রাস্তায় কোনও গরু দেখতে পান তবে দড়ি দিয়ে বেঁধে রাখুন এবং সেভাবেই রাখুন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নির্বিঘ্নে যেতে দিন,” কার্যনির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক পৃষ্ঠার সরকারি আদেশে এমনই নির্দেশ। সোমবার এই আদেশ জারি করা হয়। আদেশে, PWD-র আটজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে গবাদি পশু ধরার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সাধারণত, পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা রাস্তা এবং সেতুর নকশা, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজই করে থাকেন, গরু ধরার কাজের কথা চাকরি পাওয়ার সময় অবশ্য বলা হয়নি তাঁদের।

যোগী আদিত্যনাথ বুধবার পূর্ব উত্তরপদেশের এই জেলা সফরে যাবেন। উত্তরপ্রদেশ সরকারের গঙ্গাযাত্রা এই জেলাজুড়ে চলছে। এই যাত্রায় গঙ্গা নদীকে পরিষ্কার রাখার বিষয়ে কাজ চলছে। “আমরা ইতিমধ্যেই রাস্তায় থাকা গবাদি পশুর বিষয়ে কাজ করছি। এটি একটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। আদেশ প্রত্যাহার করা হয়েছে,” সাংবাদিকদের বলেন মির্জাপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুশীল কুমার প্যাটেল।

সৌজন্যে : এনডিটিভি ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 14 =