কলকাতা 

শিক্ষকদের তাদের জেলাতেই পোস্টিং দেওয়া হবে : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষকদের এবার তাদের নিজের জেলাতেই পোষ্টিং দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, শিক্ষকশিক্ষিকারা দেশ গড়তে প্রধান ভূমিকরা পালন করেন তাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন, ‘‘আমরা আমাদের শিক্ষক আমাদের পড়ুয়াদের নিয়ে গর্বিত শিক্ষকরাই প্রধান অভিভাবক, যাঁরা আমাদের সমাজ দেশ গড়তে বিরাট অবদান রাখেন পড়ুয়াদের গড়ে তুলে যাতে তারা বড় হয়ে আগামী দিনের নেতা হয়ে উঠতে পারে

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সরস্বতী পুজোর প্রাক্কালে সমস্ত শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এটাই সেরা সময়। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি সমস্ত শিক্ষককে তাঁদের নিজস্ব জেলায় পোস্টিং দেওয়ার।”  

Advertisement

তিনি বলেন, এইঐতিহাসিক সিদ্ধান্তশিক্ষককদের সাহায্য করবে তাঁদের পরিবারের দেখভাল করার এবং মনের শান্তিতে কাজ করার এর ফলে তাঁরা দেশ গঠনের মহৎ কাজে আরও বেশি করে মনোনিবেশ করতে পারবেন

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে রাজ্য সরকার পরিচালিত সরকারি তত্ত্বাবধানের সমস্ত স্কুলের শিক্ষকদের বদলি নিষিদ্ধ করা হয়।  স্কুলশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সমস্ত শিক্ষকদের বদলি নিষিদ্ধ করা হল 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + nine =