দেশ 

‘‘ইভিএমের বোতাম বেশ ভালোবেসে ধীরে সুস্থেই টেপা উচিত। দেশের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি যাতে বিপন্ন না হয় সেজন্য জোর ধাক্কা ধীরেই আসা উচিত” অমিতকে তোপ প্রশান্ত কিশোরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অমিত শাহ বলেছিলেন , ইভিএমে জোরে জোরে বোতাম টিপুন । যাতে শাহিনবাগের আন্দোলনকারীরা টের পেয়ে যায় । অমিতকে কটাক্ষ করে জবাব দিলেন

জেডিইউ নেতা তথা দিল্লির আসন্ন নির্বাচনে আম আদমি পার্টি রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর তিনি বলেন, “ ফেব্রুয়ারি দিল্লিতে ইভিএমের বোতাম বেশ ভালোবেসে ধীরে সুস্থেই টেপা উচিত দেশের পারস্পরিক ভ্রাতৃত্ব সম্প্রীতি যাতে বিপন্ন না হয় সেজন্য জোর ধাক্কা ধীরেই আসা উচিত  ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন, ফল ঘোষণা ১১ ফেব্রুয়ারি, তার আগে এই নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাদের বাগযুদ্ধে চড়চড় করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ এর আগে দিল্লির বাবরপুরে এক নির্বাচনী সমাবেশ থেকে অমিত শাহ বলেন, “আপনি যখন ফেব্রুয়ারি বোতাম (ভোটদানের মেশিনে) টিপবেন, তখন সেটি সমস্ত রাগ জড়ো করে টিপুন যাতে তা হাড়ে হাড়ে টের পায় বর্তমান শাহিনবাগ এরই জবাবে ইভিএমের বোতাম ভালোবেসে টেপার কথা বললেন প্রশান্ত কিশোর

Advertisement

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবারও নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন গত শুক্রবার থেকেই তিনি জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন দিল্লির বিভিন্ন এলাকায় তিনি নিয়মিত সভাসমাবেশ রোড শো করে চলেছেন কেজরিওয়াল আশা করছেন, দিল্লিতে আবারও আপ সরকার গঠিত হতে চলেছে এবার দিল্লি নাম নয়, কাজে ভোট দেবে, মনে করছেন আপ প্রধান পাশাপাশি তিনি দাবি করেছেন যে শেষবার তিনি ৬৭ টি আসনে জিতেছিলেন কিন্তু এবার আপ দিল্লি বিধানসভার ৭০ টির আসনের মধ্যে ৭০টি আসনই পাবে বিজেপি এবং কংগ্রেস একটি আসনও জিততে পারবে না দিল্লিতে, এমনটাই দাবি অরবিন্দ কেজরিওয়ালের

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =