কলকাতা 

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কলকাতার শাহিন বাগ থেকে রাজপথে সংবিধান বাঁচানোর ডাক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : রবিবার সাধারণতন্ত্র দিবসে সমগ্র কলকাতা জুড়ে সংবিধান বাঁচানোর ডাক দিয়ে বিক্ষোভ সমাবেশে উত্তাল হয় । সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে মিছিল-মিটিং থেকে সমাবেশ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান উঠে । পার্ক সার্কাস সাত মাথা মোড়ে এদিন সকালেই মানব বন্ধন কর্মসূচি পালিত হয় । আর কলকাতার শাহিন বাগে সকাল থেকে মেয়েদের মিচিলে উত্তাল হয় । আরএসএস থেকে দেশকে আজাদি করার ডাক দেওয়া হয় । বন্দেমাতরম গানে মুখরিত হয়ে ওঠে কলকাতার শাহিন বাগ । শাহিনবাগের আন্দোলনকে সমর্থন জানাতে সেখানে ছুটে আসেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।

বিকেলে দেখা যায় মিছিলের পর মিছিল । জাতীয় পতাকা হাতে নিয়ে মুসলিম মেয়েরা রাস্তায় মিছিল করে । মিছিলের পর মিছিলে কলরব হয়ে ওঠে কলকাতা শহর । এদিন আবার রাজাবাজারে শুরু হয়েছে আর এক শাহিন বাগ ।জোঁড়াসাকোতে সংবিধান রক্ষায় শপথ নেয় স্কুলের বাচ্চারা ।

Advertisement

মুর্শিদাবাদের বহরমপুরে সিএএ-র বিরুদ্ধে মেয়েদের অবস্থান শুরু হয়েছে ।কাল থেকে পলাশীতে শুরু হবে আর এক শাহিন বাগ । এক কথায় সমগ্র দেশজুড়ে সিএএ-র বিরুদ্ধে যে গণআন্দোলন শুরু হয়েছে তা আরও বেশি করে আছড়ে পড়ল ২৬ জানুয়ারি রবিবার ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × one =