জেলা 

সাজছে আধুনিক সাজে এই স্টেশন,হার মানাবে হাওড়া-শিয়ালদহকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলামঃ ভোল পাল্টাচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশনের। হাওড়া থেকে নয়, ২০২০-র মধ্যে  দক্ষিণ পূর্ব রেলের সব ট্রেন ছাড়বে সাঁতরাগাছি থেকে।   চাপ সামলাতে ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো।দক্ষিণ ভারত থেকে হাওড়ার এক্সপ্রেস ধরেছেন? গন্তব্যে পৌছনোর আধঘণ্টার মধ্যে নজরে আসবে অনন্য দৃশ্য। সাজছে সাঁতরাগাছি। তৈরি হচ্ছে ছতলা স্টেশন বিল্ডিং। আধুনিক বিমান বন্দরে যেমন থাকে, হুবহু তেমন পরিকাঠামো থাকবে সাঁতরাগাছি স্টেশনে।কী ভাবে সেজে উঠছে সাঁতরাগাছি স্টেশন?৬ তলা স্টেশন বিল্ডিংয়ে বিমানবন্দরের ধাঁচেই থাকবে ফুডকোর্ট
প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে যেতে থাকবে অত্যাধুনিক ফুট ওভারব্রিজ। প্রতি ফুট ওভারব্রিজে থাকবে চলমান পথ বা ট্রাভেলেটর
ফুটব্রিজ থেকে প্ল্যাটফর্মে নামতে থাকবে চলমান সিঁড়ি বা এসকালেটর।ফুটব্রিজে প্রতিবন্ধী ও প্রাপ্ত বয়স্কদের জন্য থাকবে লিফট
প্রতি প্ল্যাটফর্মেই যাত্রীদের জন্য থাকবে ওয়েটিং রুম।এলিভেটেড ওয়ে হতে চলেছে সাঁতরাগাছির সবচেয়ে বড় আকর্ষণ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 5 =