দেশ 

আজাদী স্লোগান দিলেই দেশদ্রোহী হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিএএ-র বিরোধিতায় সবচেয়ে বেশি উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশ । মানুষের প্রতিবাদকে পুলিশ দিয়ে জোর করে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কিন্ত তাতে মানুষকে দমানো যাচ্ছে না । এখন উত্তরপ্রদেশের রাস্তায় নেমেছে মেয়েরা । প্রতিবাদে উত্তাল হয়েছে মেয়েরা । লখনউ-র ঘন্টাঘরে মেয়েরা অবস্থানে বসেছে । চব্বিশ ঘন্টা ধরে অবস্থান চলছে সাত দিন । ভিড় বাড়ছে । আর তা নিয়েই সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

কানপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে প্রচার সমাবেশে যোগ দিয়ে যোগী আদিত্যনাথের বার্তা: “প্রতিবাদের নামে কেউ যদি আজাদি স্লোগান দেন তবে সেই বিষয়টিকে দেশদ্রোহিতার মতো অপরাধ বলে গণ্য করা হবে এবং সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এই ধরণের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতেরই বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছেন যাঁরা তাঁদের রেয়াত করা হবে না

Advertisement

উত্তরপ্রদেশে এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়েছে। আর প্রতিবারই দেখা গেছে যে উত্তরপ্রদেশ পুলিশ সেই প্রতিবাদবিক্ষোভের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। এবারেও লখনউয়ে ঘন্টাঘরের নিচে নাগরিকত্ব আইনের বিরোধিতায় অবস্থানরত লক্ষ লক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধেসাম্প্রদায়িক হিংসাবেআইনি সমাবেশ“-করার মতো অভিযোগ আনা হল

ইতিমধ্যেই পুলিশ তিনটি ফৌজদারি মামলা দায়ের করেছে, যে মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন খ্যাতনামা উর্দু কবি মুনাওয়ার রানার দুই মেয়ে সুমাইয়া রানা এবং ফৌজিয়া রানার নামও রয়েছে

এই ধরণের বিক্ষোভ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, “কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বাম দলগুলির এই ধরণের বিষয়গুলি নিয়ে রাজনীতি করা লজ্জাজনক। পাশাপাশি তাঁরা মহিলাদেরও এই ধরণের বিক্ষোভে যোগ দিতে বাধ্য করছে, অথচ দেখা গেছে যে বিক্ষোভে যোগদানকারী ওই মহিলারা সিএএ অর্থও জানেন না


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 1 =