কলকাতা 

সিএএ বিরোধী প্রস্তাব পাশ করার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন হবে ২৭ জানুয়ারি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ২৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে । এদিন বেলা ২টোর সময় অধিবেশন বসবে । সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সম্মিলিতভাবে বাংলার বিধানসভা প্রস্তাব পাশ করবে বলে জানা গেছে । মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গ সফরে আছেন । সেখান থেকে ফিরিয়ে এই প্রস্তাব পাশ করার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন বসবে সোমবার । গতকালই উত্তরবঙ্গে যাবার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বিমানবন্দরে বলেছিলেন, তিন চার দিনের মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সিএএ বিরোধী প্রস্তাব পাশ করা হবে ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত চমকে দিয়েছে সিপিআই(এম) ও কংগ্রেসকে। কেননা, গত ৯ জানুয়ারি বিরোধীরা সিএএ বাতিলের প্রস্তাব পেশ করতে চাইলে স্বয়ং মুখ্যমন্ত্রী তা খারিজ করে দেন। সেদিন বিধানসভায় মমতা পরিষ্কার করে দেন, তিনি ১৩ জানুয়ারি সোনিয়া গান্ধির ডাকা সর্বদল বৈঠকেও যাবেন না। সেই বৈঠকের বিষয় ছিল সংশোধিত নাগরিকত্ব আইন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি হিংসার রাজনীতিকে সমর্থন করেন না, যা কংগ্রেস ও সিপিআই(এম) রাজ্যে করছে। প্রসঙ্গত, মমতা ভারত বনধের দিন হওয়া সংঘর্ষের কথা বলেছিলেন।মমতার এহেন বক্তব্যের পর বাম দলগুলি ও কংগ্রেস তাঁকে আক্রমণ করে দাবি করে, সিএএ-কে কেন্দ্র করে বিজেপি-বিরোধী যে বিরোধী ঐক্য, তাকে ধ্বংস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি সংসদ বিষয়ক মন্ত্রীও, তিনি বলেন, ‘‘কেউ কেউ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তাঁদের বোঝা উচিত এভাবে তাঁরা কেবল বিজেপির হাতই শক্তিশালী করছেন।” তিনি সকলের কাছে আবেদন করেন, ২৭ জানুয়ারি সিএএ বাতিলের প্রস্তাবকে যেন সমর্থন করে কংগ্রেস ও সিপি(আই)এম।

Advertisement

মুখ্যমন্ত্রী বুধবারই দার্জিলিং যাচ্ছেন সিএএ ও এনআরসির বিরুদ্ধে মিছিলে যোগ দিতে। এদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই সিদ্ধান্তের কথা শুনে মন্তব্য করেছেন, ‘‘বেটার লেট দ্যান নেভার।” সিপি(আই)এম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘‘সরকারের এটা রেকর্ড রাখা উচিত যে আমরা গত ৯ জানুয়ারি সিএএ বাতিলের প্রস্তাব আনতে চেয়েছিলাম। এখন, কেরল ও পঞ্জাবের পর হঠাৎ এটা করা হচ্ছে।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 2 =