দেশ 

অটলবিহারী বাজপেয়ীর অবস্থা এখন স্থিতিশীল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক ঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীলে আছে বলে এইমসের এক মেডিকেল বুলেটিনে বলা হয়েছে। আজ দুপুর ১২টা নাগাদ এইমস কর্তৃপক্ষ এই বুলেটিন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, বয়সের কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী ভুগছেন। কাল হঠাৎ তাঁর বুকে ব্যথা অনুভব হয়। তখন তাকে এইমসে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না বলে এইমস কর্তৃপক্ষ জানিয়েছেন।

উল্লেখ্য,প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন এমনকি সবাইকে ভুলে গেছেন। নিজের ঘনিষ্ট আত্মীয়-স্বজনদেরও তিনি চিনতে পারছেন না। তাই এখন তিনি রাজনীতি থেকে বহুদূরে অবস্থান করছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দেখতে এইমসে যান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − 6 =