কলকাতা 

ইস্টবেঙ্গলকে ২-১ হারিয়ে ডার্বি জিতল মোহনবাগান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান ১৭ পয়েন্ট পেয়ে আই লিগের পয়েন্ট তালিকায় এক নম্বরে। অন্য দিকে ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ হেরে পিছিয়ে পড়ল অনেকটাই। চার্চিল, গোকুলমের পর মোহনবাগান, টানা তিন ম্যাচে হারল লাল-হলুদ ক্লাব। এতটা পিছিয়ে পড়ে আই লিগ জিতে নেবে ইস্টবেঙ্গল, এমন আশা আর করছেন না সমর্থকরা।

 খেলার শুরু থেকে অবশ্য মোহনবাগানেরই দাপট ছিল। ছোট ছোট পাসের মালা বুনছিলেন বেইতিয়া-ফ্রান গনজালেজরা। সেই সময়ে ইস্টবেঙ্গলকে ফিকেই দেখাচ্ছিল। কোলাডো তাঁর আগের ফর্মের ধারেকাছে নেই। মার্কোসকেও নিষ্প্রভ দেখাচ্ছিল। এই অবস্থায় বাগানের গোলকিপার শঙ্কর রায় প্রায় গোল খাইয়ে দিয়েছিলেন। যে বলটা গ্রিপ করার ছিল, সেটা ফিস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন। ভাগ্য ভাল থাকায় সে যাত্রায় গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে দ্বিতীয়ার্ধে (৬৫ মিনিটে) পাপা ব্যবধান বাড়ান সবুজ-মেরুনের হয়ে।

৭০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান মার্কোস। তাঁকে নিয়ে কম সমালোচনা হচ্ছিল না। কলকাতায় পা রাখার পর মার্কোস কিছুই করতে পারেননি। এদিন এডমুন্ডের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। ভারতীয় ফুটবলে এমন থ্রু থেকে ইদানিং গোল হয় না। ঠিকঠাক বল বাড়ানো হলে তিনি যে গোল করতে পারেন, তা মার্কোস প্রমাণ করলেন যুবভারতীতে। মার্কোস গোল করার পরে চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। হুয়ান মেরার শট বার কাঁপিয়ে চলে আসে। কোলাডোর ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগের সদ্ব্যবহার করতে না পারায় মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × one =