জেলা 

দুঃস্থ ও অসহায়দের ঈদ উপলক্ষে বস্ত্রদান করল ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদকঃ হুগলি জেলার ফুরফুরা শরীফের ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রতি এলাকার দুঃস্থ ও অসহায় পরিবারদের ঈদ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্রদান দান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা অফিসার সুরজিত ব্যানার্জি,মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশ্ব মানব কল্যাণ সমিতির সভাপতি আবদুল্লাহ হিল মারুফ,বিশিষ্ট সাহিত্যিক রফিক হালদার ও সংগঠনের সম্পাদক তথা প্রতিষ্ঠাতা মুফতি গোলাম হাবিব সাহেব। গোলাম হাবিব সাহেব বাংলার জনরবকে বলেন, ঈদ উৎসব ধনী-গরীর সকলের। ইসলাম পরিস্কার বলেছে ,এই উৎসবে গরীবদেরও সামিল করতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে হবে। তাই যাকাতের ব্যবস্থা রয়েছে ইসলামে,রয়েছে ফেতরার ব্যবস্থা। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছে এলাকার অসহায় মানুষরা যাতে ঈদ উৎসবে সামিল হতে পারে তার জন্য কিছু বস্ত্র দেওয়া হয়েছে। তিনি জানালেন ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 4 =