কলকাতা 

এককভাবে হোক বা যৌথভাবে – এনআরসি, এনপিআর, সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর হোক : পি চিদম্বরম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এনআরসি , এনআরপি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের স্পষ্ট বার্তা সম্প্রতি সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছেন । আর সোনিয়ার নির্দেশে পি .চিদম্বরম আজ কলকাতায় আসেন । তিনি বলেন ,এককভাবে হোক বা যৌথভাবে – এনআরসি, এনপিআর, নাগরিক আইনের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর হোক। কলকাতায় এসে এই বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা পি চিদাম্বরম।

শনিবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি নাগরিকত্ব আইন কিংবা এনআরসি, এনপিআরের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা যৌথভাবে আন্দোলনের ডাক দিয়েছি। পরিস্থিতি সব বিরোধী দলকে এক জায়গায় নিয়ে আসবে। কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে এই সব জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন আরও তীব্রতর হোক এটাই আমরা চাই।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + ten =