দেশ 

‘‘ধর্ষকদের পক্ষ নিয়েই ওঁদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’’ নির্ভয়ার চার ধর্ষককে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানানোয় ইন্দিরা জয়সিংহকে পাল্টা তোপ নির্ভয়ার মা আশা দেবীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন , সেই উদাহরণ টেনে নির্ভয়ার চার ধর্ষক ক্ষমা করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ । নির্ভয়ার মাকে উদ্দেশ্য করে ইন্দিরা বলেন, ‘‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সোনিয়া গাঁধী যেমন রাজীব গাঁধীর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই মতো নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’’

আর এই আবেদনের পরেই তীব্র ভাষায় মুখ খুললেন প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের বিরুদ্ধে শনিবার নির্ভয়ার মা আশা দেবীতিনি বললেন, ‘‘কে ইন্দিরা জয়সিংহ? এই কথাটা উনি বলেছেন, এটা বিশ্বাসই করতে পারছি না ওঁর (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা দেশে যথাযথ বিচার পান না’’ ২০১২ সালে দিল্লিতে ধর্ষণ খুনের দায়ে চার জনের প্রাণদণ্ডাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আদেশ কার্যকর হবে ফেব্রুয়ারির তারিখে

Advertisement

নির্ভয়ার মা এও জানিয়েছেন, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তাঁর বেশ কয়েক বার দেখা হয়েছে। কিন্তু কীভাবে দিন কাটাচ্ছেন তিনি, আশা দেবীর কাছে তা এক বারও জানতে চাননি ইন্দিরাতাঁর কথায়, ‘‘ধর্ষকদের পক্ষ নিয়েই ওঁদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + six =