কলকাতা 

মানুষ যদি ভোট দিতে পারে পুরসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত দাবি মুকুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০২০-এর প্রথমের দিকেই রাজ্যের ১০৭টি পুরসভার ভোট হওয়ার কথা । ইতিমধ্যে অধিকাংশ পুরসভার সংরক্ষণ তালিকা প্রকাশ হয়ে গেছে । ভোট প্রক্রিয়া শুরু হতে শুধুমাত্র সময়ের অপেক্ষামাত্র । তৃণমূল ও বিরোধী দল বিজেপি এই ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে । যদিও সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে । ফলে শাসক তৃণমূল অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছে । তারা মনে করছে , রাজ্যের অধিকাংশ পুরসভা তারা দখল করবে । বিশেষ করে সিএএ আইন নিয়ে বাংলার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে । তা ভোটে বাক্সে পড়তেই পারে ।

তবে বিজেপি নেতা মুকুল রায় অবশ্য আজ সাংবাদিকদের বলেছেন ,মানুষ যদি ভোট দিতে পারে বাংলার ভোটে কোনও আশা নেই তৃণমূলের। বিজেপি এবার প্রায় সমস্ত পুরসভায় কর্তৃত্ব করবে। তাই মানুষকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের ব্যবস্থা করে দিতে হবে। সেটাই আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমরা তৈরি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ লড়াই করেই ভোট দেবে এবার।

Advertisement

মুকুল বলেন, পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে কি না তা ঠিক করবে রাজ্য সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না কেন্দ্রীয় বাহিনী আসুক। তার কারণ ওঁর নিজের বাহিনী রয়েছে। সেই বাহিনী তাহলে অকেজো হয়ে যাবে। তবে যতই মমতার বাহিনী থাকুক, তা ভোঁতা করে মানুষ এবার ভোট দেবে ঢেলে।

মুকুল বলেন, পুরসভা ভোটেও তৃণমূল হারবে। লোকসভা ভোটে যে দশা হয়েছিল, লোকসভা ভোটেও বিজেপির হাতে পর্যুদস্ত হতে হবে তৃণমূলকে। ছবির মতো পরিষ্কার হয়ে আছে সব। হারবে বলেই ভয়ে এতদিন ভোট করছিল না তৃণমূল। আর কোনও পথ নেই ভোট ময়দানে নামতে হচ্ছেই, আর রক্ষা নেই তৃণমূলের।
সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনেও মুকুল রায় দাবি করেছিলেন তিনটি বিধানসভায় জিতবে বিজেপি । কিন্ত তা হয়নি । তাহলে পুরসভা নির্বাচনে কিভাবে জিতবে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুকুল রায় উপনির্বাচনের ফলকেধর্তব্যের মধ্যে আনছেন না। তিনি মনে করেন পঞ্চায়েতে সন্ত্রাসের পরিবেশেও তাঁরা যে ফল করেছেন, তারপর লোকসভা ভোটে বিজেপি দেখিয়ে দিয়েছে বাংলাতেও তারা পসার জমাচ্ছে। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি-সিএএ’র প্রতিবাদে রাস্তা নেমেছেন দেখে মুকুলের বিবৃতি মমতা বুঝতে পেরে গিয়েছেন আর সরকার চালাতে পারবেন না, তাই রাস্তায় নেমে পড়েছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 8 =