কলকাতা 

জামাআতে ইসলামি হিন্দের মহিলা শাখার উদ্যোগে সিএএ, এনপিআর ও এনআরসি-র বিরুদ্ধে মহামিছিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিএএ-র বিরুদ্ধে  সমগ্র ভারত জুড়ে আন্দোলনে শরীক হয়েছে জামাআতে ইসলামী হিন্দ । এই সংগঠনের পক্ষ থেকে দেশজুড়েই প্রচার অভিযান চলছে । শুধুমাত্র জামাআতে ইসলামী হিন্দ নয় , এর শাখা সংগঠনগুলিও এই কাজ করছে । এবার জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখাও সিএএ , এনপিআর ও এনআরসি বিরুদ্ধে সরব হল ।

আজ বৃহস্পতিবার জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার মহিলা বিভাগ ও জিআইও এর উদ্যোগে কলকাতায় সিএএ , এনপিআর , এনআরসি বিরোধী বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

 

হাজার হাজার মহিলা ও ছাত্রী এই বিক্ষোভ মিছিলে পা মেলান। গোটা কলকাতা স্লোগানে মুখরিত হয়ে উঠে। মিছিল শেষে গান্ধী মূর্তির কাছে মহিলাদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন এই সমাবেশের প্রধান অতিথি আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, জামাআতের রাজ্য সম্পাদিকা (উত্তর বঙ্গ) মুহতারামা নাঈমা আনসারী, রাজ্য সম্পাদিকা (দক্ষিণবঙ্গ) মুহতারামা রেহেনা সুলতানা, জিআইও-র রাজ্য প্রেসিডেন্ট পারমিতা পারভিন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার মূহতারামা উজমা আলম, ফ্লিম মেকার, লেখক সুদেষ্ণা রায়,সাবেক আমীরে হালকা যথাক্রমে রহমত আলী খাঁন ও নুরুদ্দিন সাহেব, ঈমাম – এ – ঈদাইন কারি ফজলুর রহমান সাহেব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি বর্গ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 4 =