কলকাতা 

সভাপতি পদে নির্বাচিত হয়েই দিলীপ ঘোষের নিশানায় স্বস্তিকা -সব্যসাচী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিলীপ ঘোষের নিশানায় ‘তথাকথিত বুদ্ধিজীবীরা’। সিএএ বিরোধিতায় বিশিষ্টদের ‘কাগজ আমরা দেখাব না’ ভিডিওকে এদিন একহাত নেন রাজ্য বিজেপির সভাপতি। এরপরই নাম না করে টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ, এমনটাই মনে করা হচ্ছে। বুধবার দিলীপের কটাক্ষ, ‘‘অনেকের সত্যিই কাগজ নেই। সোনা চুরি করে ধরা পড়েছেন, কাগজ দেখাতে পারেনি, সে ধরনের লোকও আছে, বিদেশে গিয়ে আমাদের নাক-কান কাটিয়ে এসেছে…ননসেন্স সব’’।

উল্লেখ্য, সিএএ বিরোধী বিশিষ্টদের এই ভিডিওর অন্যতম মুখ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কয়েকবছর আগে সিঙ্গাপুরের একটি শপিং মলের দোকান থেকে সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছিল স্বস্তিকার বিরুদ্ধে। এদিন বিশিষ্টদের এই ভিডিওকে একহাত নিতে গিয়ে স্বস্তিকার বিরুদ্ধে ওঠা সেই অভিযোগকে পরোক্ষে ফের সামনে এনে দিলেন দিলীপ ঘোষ।

Advertisement

সিএএ বিরোধিতায় বাংলার বিশিষ্টদের একাংশের ভিডিওকে এদিন কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘তথাকথিত বুদ্ধিজীবীরা, সব কমিউনিস্ট ওঁরা। ওঁদেরকে জিজ্ঞেস করতে চাই, বিমানবন্দরে পরিচয়পত্র ছাড়া ঢুকতে দেবে? এই ননসেন্সগুলো জানেই না। বিনা রেশন কার্ডে রেশন পাওয়া যায়? ওঁরা কি সব বিনা টিকিটের যাত্রী? সব নেমকহারাম ওঁরা। লোককে বোকা বানানো হচ্ছে! অনেকেরই কাগজ নেই। এ ধরনের মিথ্যা প্রচারে বিভ্রান্তি ছড়াচ্ছে’’। উল্লেখ্য, ভিডিওতে উপস্থিত বিশিষ্টদের মধ্যে সব্যসাচী চক্রবর্তী স্বঘোষিত বামপন্থী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − 3 =