কলকাতা 

ধৃত ডিএসপি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হতেন, তাহলে কী হতো? প্রশ্ন অধীরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহ গ্রেফতার হওয়ার পরেই এবার মুখ খুললেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরি ।

তিনি প্রশ্ন তুলেছেন, ধৃত ডিএসপি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হতেন, তাহলে কী হতো? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেফতার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি, যেহেতু পুলওয়ামা কাণ্ডের সময় সেখানেই কর্মরত ছিলেন দেবেন্দ্র

Advertisement

মঙ্গলবার একটি টুইটে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী লেখেন, “দেবেন্দ্রর সিংহয়ের বদলে ওই ডিএসপি নাম যদি দেবেন্দ্র খান হতো, তাহলে রাষ্ট্রীয় আরএসএসের ট্রোল বাহিনীর আক্রমণ আরও তীব্র জবরদস্ত হতো। দেশের শত্রুদের নিন্দে হওয়া উচিত বর্ণ, জাতি, এবং ধর্ম নির্বিশেষে।

২০০১ সালে সংসদ হামলার চক্রীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংহয়ের নাম উঠে আসে শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছেন তিনি, এমনটাই অভিযোগ রবিবার গোটা একটা দিন নীরব থাকার পর সন্ধ্যায় জম্মু কাশ্মীর পুলিশ স্বীকার করে নেয়, শীর্ষ হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ নভীদ মুশতাক এবং তার সহযোগীদের সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে শনিবার সন্ধ্যায় শ্রীনগরজম্মু জাতীয় সড়কের একটি চেকপোস্ট থেকে গ্রেফতার হন জম্মুকাশ্মীর পুলিশের সম্মানিত অফিসার দেবেন্দ্র সিংহ ধৃত অফিসার শ্রীনগর বিমানবন্দরে হাইজ্যাকিং প্রতিরোধ শাখায় কর্মরত ছিলেন


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =