কলকাতা 

‘‘অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল। ভারতকে উপেক্ষা করা যাবে না’’ আজব দাবি রাজ্যপাল জগদীপ ধনকড়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির নেতা-মন্ত্রীরা নানা জিনিস আবিস্কার করতে শুরু করেছেন । এমন কোনো বিজেপি নেতা নেই যার ঝুলিতে আজগুবি আবিস্কার নেই । এবার সেই তালিকায় সংশোধিত হল আমাদের রাজ্যের রাজ্যপালের এক অভিনত তত্ত্বে । তাঁর মতে ,‘রামায়ণে উড়ন্তযানের কথা বলা রয়েছে…অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল’।

মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘‘বিংশ শতাব্দী নয়, উড়ন্তযানের কথা বলা হয়েছে রামায়ণে। মহাভারতের সঞ্জয়ের মুখে একথা শোনা গিয়েছে’’। এতেই থামেননি ধনকড়। এরপরই রাজ্যপাল বলেন, ‘‘অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল। ভারতকে উপেক্ষা করা যাবে না’’। রাজ্যপালের এমন আজব দাবি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, কিছুদিন আগে গরুর দুধে সোনা রয়েছে বলে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি সভাপতি বলেছিলেন, ‘‘দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। বিদেশি গরুদের পিঠে তা থাকে না। তাদের পিঠ মোষদের মত মসৃণ হয়। ওই কুঁজে ‘স্বর্ণ নাড়ি’ রয়েছে। যখন সূর্যের রশ্মি ওই কুঁজে এসে পড়ে, তখন সোনা তৈরি হয়। এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালী হয়। কারণ এতে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকার হবে না’’।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =