কলকাতা 

কেন আপনি নরেন্দ্র মোদীকে এ রাজ্যে অ্যালাও করলেন ? নজীরবিহীন বিক্ষোভের মুখে মমতাকে প্রশ্ন ছাত্রদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পরেই বিক্ষোভকারী ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে পড়েন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাণী রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় আসেন সেখানে তিনি সিএএ এনআরসির বিরুদ্ধে মত প্রকাশ করেন ঠিক সেই সময় বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর সামনে চলে আসে সরাসরি মুখ্যমন্ত্রীকেই আন্দোলনকারীদের প্রশ্ন, ‘কেন আপনি নরেন্দ্র মোদীকে রাজ্যে অ্যালাও করলেন’ মুখ্যমন্ত্রীর  মঞ্চ থেকে ছাত্রদের শান্ত হওয়ার অনুরোধ করেন পাল্টা স্লোগান তুলতে থাকে ছাত্ররা তাঁদের বক্তব্য, ‘পুরোটাই সেটিং

দিন মিলেনিয়াম পার্ক থেকে টিএমসিপির ধর্না মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী।  পড়ুয়াদের তিনটি মিছিল সেই সময়েইআজাদি’- স্লোগান তুলতে তুলতে এগিয়ে আসে মঞ্চের দিকে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। পরপর ভেঙে যেতে থাকে ব্যারিকেড। বাম ছাত্ররা প্রশ্ন করতে থাকেন , কেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন।এই প্রশ্নের উত্তর অবশ্য মুখ্যমন্ত্রী দুপুরেই দিয়েছিলেন। রাজভবনের বৈঠক সেরে বেরিয়ে তিনি বলেছিলেন,  সাংবিধানিক দায়িত্ব পালন করতেই তিনি রাজভবনে এসেছিলেন। মঞ্চ থেকে সে কথাই ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সৌজন্য সাক্ষাৎকার ছিল এটি। তাঁর কথায় ‘‘আমরা নরেন্দ্র মোদীকে নিয়ে আসিনি। ওঁর এসপিজি ওঁকে নিয়ে এসেছেন। আমাদের প্রোটোকল আছে। যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসেন বা যদি অন্য কোনও দেশের কেউ আসে, তখন আমাদের তরফে প্রতিনিধি পাঠাতে হয়। মনে রাখবেন আমি যাইনি। পাঠিয়েছিলাম ফিরহাদ হাকিমকে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন।’’

Advertisement

যদিও ছাত্ররা সে কথা মানতে চায়নি বারবার বুঝিয়েও ছাত্রদের প্রশমিত করতে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা একটাই আন্দোলন করছি আপনারা একটা আন্দোলন করছেন একই ইস্যু আপনারা সবাই মিলে আন্দোলন করুন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন’ ’

পুলিশ তৎপরতায় এর পর বিক্ষুব্ধদের  একটা অংশকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে তাতে। যদিও কিছু বিক্ষোভকারী মঞ্চের থেকেই যান। মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চে সব ওয়ার্ডের তৃণমূল নেতাদের আসার নির্দেশ দেন। তখন ধীরে ধীরে ওই জায়গা ছাড়তে শুরু করে আন্দোলনকারীরা


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + 16 =