দেশ 

বাবা সক্রিয় রাজনীতিতে আর ফিরবেন না, শিবসেনা নেতার দাবি উড়িয়ে মন্তব্য প্রণব কন্যার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংস্বেবক সংঘ (আরএসএস)’র ডাকে নাগপুরে সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে অনেক চর্চা হয়েছে। সমালোচনা করেছিলেন খোদ প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। এই বিতর্কে নতুন মোড় দিয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি করেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো দুর অস্ত ১১০ টি আসনও পাবেনা। সেক্ষেত্রে দেশের পরবর্তী প্রধানন্ত্রী হিসাবে আরএসএস প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম সমর্থন করতে পারে। তাঁর মতে নাগপুরের সদর দফতরে এজন্যই আরএসএস তাদের অনুষ্ঠানে ডেকেছিল প্রাক্তন রাষ্ট্রপতিকে।
যদিও শিবসেনা নেতার এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন প্রণব কন্যা। টুইটারে তিনি বলেন, ‘মিস্টার রাউত, বাবা রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতে আর ফিরবেন না।’
Mr. Raut, after retiring as President of India, my father is NOT going to enter into active politics againhttps://t.co/WJmmZx5g1y

— Sharmistha Mukherjee (@Sharmistha_GK)June 10, 2018
যদিও প্রণব কন্যার এই দাবি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অনেকের বক্তব্য প্রণব কন্যা নিজেও বিজেপিতে যোগ দিতে পারেন। সেজন্যই তিনি প্রথম দিকের তুলনায় এখন নিজের মত অনেকটাই বদলে ফেলেছেন। আসলে বাবা-মেয়ের সহমতের ভিত্তিতেই একথা বলছেন শর্মিষ্ঠা। তবে প্রণববাবুর ভবিষ্যত সম্পর্কে আগামিদিনেই স্পষ্ট জানা যাবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 − two =