দেশ 

জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারী গুন্ডাদের হামলাকে ২৬/১১-র জঙ্গিহানার সঙ্গে তুলনা করলেন উদ্ধব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে মুখোশধারী গুন্ডাদের হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর হামলার ঘটনাকে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর মতে, জেএনইউ-এ তাণ্ডব চালিয়েছেন কিছু মুখোশ পরা কাপুরুষ। সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের এককালের শরিক তথা শিবসেনা প্রধানের পরামর্শ, ‘‘আমাদের যুবসমাজ ভীত হলেও কাপুরুষ নয়। তাঁদের উস্কানি দিয়ে বোমায় অগ্নিসংযোগ করবেন না।’’

সোমবার তিনি বলেন, ‘‘জেএনইউ-এর পড়ুয়াদের উপর হামলার ঘটনা নিয়ে টিভি রিপোর্টগুলি রবিবার রাতে দেখছিলাম। মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলার ঘটনা মনে পড়ে যাচ্ছিল।’’ গত কাল যে ভাবে একের পর এক হস্টেলে ঢুকে লোহার রড, লাঠিসোঁটা, পাথর নিয়ে হামলা চালিয়েছেন মুখোশধারী গুন্ডারা, তাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন উদ্ধব। তাঁর মতে, ‘‘পড়ুয়ারা এ দেশে নিজেদের অসুরক্ষিত মনে করছেন।’’

Advertisement
 সমগ্র ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশকে অনুরোধ করেছেন উদ্ধব। তিনি বলেন, ‘‘আমরা জানতে চাই ওই মুখোশের আড়ালে কারা ছিলেন? যাঁরা মুখোশ পরে এসেছিলেন, তাঁরা আসলে কাপুরুষ। তাঁদের সাহস থাকলে খুল্লামখুল্লা আসতেন। এ ধরনের কাপুরুষতা মেনে নেওয়া যায় না।’’
জেএনইউ-হামলার পর দেশের অন্যান্য প্রান্তের মতো প্রতিবাদে শামিল হয়েছেন মহারাষ্ট্রের পড়ুয়ারা। তবে তাঁদের প্রতি কোনও হামলার আঁচ আসবে না বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। উদ্ধবের হুঁশিয়ারি, ‘‘মহারাষ্ট্রে এ রকম (জেএনইউ-হামলার মতো ঘটনা) কিছু হলে, তা সহ্য করব না।’’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × five =