কলকাতা 

ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট নিয়ে ডিভিশন বেঞ্চে তৃণমূলের দ্রূত শুনানীর আবেদন খারিজ হাইকোর্টে, সোমবার শুনানী হতে পারে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকালই উত্তর ২৪ পরগণার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন , ভাটপাড়া পুরসভা নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করবেন । সেই মত আজ শুক্রবার আবেদন করা হলে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সেই মামলা আজ শুনতে রাজি হল না ।বিচারপতি দীপঙ্কর দত্ত সাফ জানিয়ে দিয়েছেন, আজ শুনানি হবে না। এটা এমন কোনও গুরুতর বিষয় নয়, যার শুনানি এত দ্রুততার সঙ্গে করতে হবে। শুক্রবারের বদলে সোমবার শুনানি হলে ‘মাথায় আকাশ ভেঙে পড়বে না’, তাই সোমবারই এই মামলার শুনানি হবে, জানান তিনি।

লোকসভা নির্বাচনের আগে ও পরে এ রাজ্যের যতগুলি পুরবোর্ড রং বদল করে বিজেপিতে শামিল হয়েছিল, তার মধ্যে ভাটপাড়া অন্যতম। লোকসভায় বিজেপি এ রাজ্যে চমকে দেওয়া ফলাফল করেছিল ঠিকই, কিন্তু তার কয়েক মাস পর থেকেই ফের ঘর গুছিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির দিকে চলে যাওয়া পুরবোর্ডগুলি তৃণমূল পুনর্দখল করেছে একে একে। বাদ রয়েছে শুধু ভাটপাড়া।
ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিংহের বিরুদ্ধেই বৃহস্পতিবার অনাস্থা এনেছিল তৃণমূল। তৃণমূলের বহু দিন থেকেই দাবি ছিল এই পুরসভায় বিজেপি সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে, তাই অনাস্থা প্রস্তাব আনা হোক। ৩৫ আসনের পুরসভায় তৃণমূলের দিকে ২২ জন রয়েছেন বলেও দাবি করে তৃণমূল। ৩০ ডিসেম্বর ভাটপাড়ার তিন তৃণমূল কাউন্সিলর অনাস্থার নোটিস দেন। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোটাভুটি হয়। তাতে তৃণমূলের ১৯ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বিজেপি আগেই এই ভোটাভুটির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাই ভোটাভুটিতে বিজেপির কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না।

কিন্ত বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই ভোটাভুটিকে খারিজ করে দেয়। সবটাই পুর আইন মেনে হবে বলে জানিয়েছে সিঙ্গল বেঞ্চ।সিঙ্গল বেঞ্চের রায়ের নথিপত্র এখনও হাতে পায়নি তৃণমূল। তার আগেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ, শুক্রবার মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেছিল তারা। এ দিন ডিভিশন বেঞ্চও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল। সম্ভবত সোমবার এই মামলার শুনানী হতে পারে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + twenty =