কলকাতা 

২০২০-তে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে বাম-কংগ্রেসের সঙ্গে কী মমতাও যোগ দেবেন ? আবদুল মান্নানের চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  একসঙ্গে পথে নেমে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনের প্রস্তাব দিয়ে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর  এই প্রস্তাবে সায় দিয়েছেন সুজন চক্রবর্তীও।বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে পথে নেমেছিল বাম-কংগ্রেস।উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশকে বার্তা দিতে সেই যৌথ আন্দোলন হতেই পারে, মমতাকে প্রস্তাব দিয়েছেন মান্নান।তৃণমূল কংগ্রেস তাহলে কি এবার একসঙ্গে পথে নামবে? মান্নানের প্রস্তাবে সায় দেবেন মমতা? সেই দিকেই এবার অপেক্ষা

তৃণমূলের সঙ্গে পথে নেমে একসঙ্গে আন্দোলনের আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। আব্দুল মান্নানের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার  বিষয়টি তিনি সোমেন মিত্রকে জানিয়েছেন এবং সোমেন মিত্র তাতে সম্মতি দিয়েছেন। তাহলে কি এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি ইস্যুতে একসারিতে দেখা যাবে তৃণমূল বাম এবং কংগ্রেসকে, জল্পনা।নাগরিকত্ব সংশোধনী আইনে বাহিনীর বিরুদ্ধে সর্বদলীয় সভা ডাকার জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব সুজন চক্রবর্তীর

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 14 =