কলকাতা 

বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা , তাপমাত্রা বাড়লেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বছরের শুরুতেই খারাপ খবর শোনাল আবহাওয়া অফিস । আগামী ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং পূর্ব সিকিমের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

তিনটি ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি চোখ রাঙাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজেস্থানের কোনও কোনও জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এ রাজ্য লাগোয়া ওড়িশা এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে হরিয়ানা থেকে উত্তর-পূর্ব রাজস্থান হয়ে ঝাড়খণ্ড-উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও অবস্থান করছে। তার জেরে পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিজ্ঞানীরা।

পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিমেও আবহাওয়ার অবনতি হবে। সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। ফলে শীতের মরসুমে জানুয়ারির প্রথম সপ্তাহে দার্জিলিঙ, কালিম্পং, গ্যাংটক-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। কপাল ভাল থাকলে তুষারপাত হতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের পারদ কিছুটা চড়ে ৫ ডিগ্রির ঘরে পৌঁছেছে। পুরুলিয়া, পানাগড়, শ্রীনিকেতনের পারদ ৭ ডিগ্রির ঘরে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + thirteen =