জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরপ্রদেশের মিরাঠে খুন হওয়া বাংলার যুবকের মৃতদেহ পেল পরিবার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  অসাধারন উদ্যোগ । বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উত্তরপ্রদেশের মিরাঠে খুন হওয়া বাংলার যুবকের লাশ ফিরে পাচ্ছে পরিবার । সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন হয় উত্তরপ্রদেশের মিরাঠে । সেখানে এক মাদ্রাসার উপর পুলিশ অত্যাচার করে বলে অভিযোগ । বিক্ষোভ চলাকালীন সময়ে গুলি লাগে মিরাঠ মাদ্রাসার শিক্ষক তথা দক্ষিণ ২৪ পরগণার বজবজ ১ নং ব্লকের মায়াপুরের স্থায়ী বাসিন্দা সেখ সিরাজুলের গায়ে । তিনি মারা যান । বয়স মাত্র ২৭ ।

গ্রামের বাড়িতে খবর আসে । কিন্ত পরিবারের কেউ সাহস করে উত্তরপ্রদেশ গিয়ে লাশ আনতে যাওয়ার উদ্যোগ নিতে পারেনি । তারা দ্বারস্থ হন স্থানীয় তৃণমূল নেতা শ্রীমন্তবাবুর । তিনি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি বলেন । শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ সরকারে আধিকারিকের সঙ্গে কথা বলেন । তারপর পরিবারের পক্ষ থেকে এবং অভিষেকের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পাঠানো হয় উত্তরপ্রদেশে তারা সেখানে গিয়ে লাশ সনাক্ত করার পর লাশ আসছে বাংলায় । আগামী কাল সকালে তাঁর দেহ গ্রামের বাড়িতে আসবে বলে জানা গেছে ।

Advertisement

মরহুম সেখ সিরাজুল মিরাঠে প্রায় ১২ বছর ছাত্রাবস্থা কাটানোর পর শিক্ষকতা সূত্রে অবস্থান করছিলেন মিরাঠের এক মাদ্রাসায়। গলায় গুলি ও শরীরের একাধিক জায়গায় কোপের চিহ্ন মিলেছে বলে খবর পাওয়া গেছে । আগামীকাল, মঙ্গলবার ভোরে তাঁর নিথর দেহ ফিরছে বাংলায়। শেষ শ্রদ্ধা জানানো হবে দুপুর ১ টা ৩০মিনিটে বিড়ালাপুর মাঠে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 17 =