জেলা 

হুগলির বৈদ্যবাটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সন্ধ্যার পর হুগলির বৈদ্যবাটির কাজিপাড়া  মাদ্রাসা প্রাঙ্গনে এক শান্তি সভার আয়োজন করা হয়,নাগরিক সংগ্রামী সুরক্ষা মঞ্চের উদ্যোগে। কেন্দ্রের কালাকানুনের বিরুদ্ধে মুলতঃ এই সমাবেশ। সব বক্তাই তীব্র ধিক্কার জানান কেন্দ্রের এই হিটলারি সিদ্ধান্তের জন্য মনে হয় এরা দ্বিতীয় বৃটিশ শাসক। অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ বক্তব্যে বলেন ,দিল্লির  সরকার ভুল করছে এন আর সি, ক্যা বিষয়ে জোরাজোরি করে।

সারা দেশ জুড়ে যে ভাবে স্বতষ্ফুর্ত আন্দোলন চলছে অমিত জি ও মোদিজি দুবার করে ভাবুন। গরিবকে নিয়ে ছিনিমিনি খেলবেননা।মানুষ যে ভাবে সমর্থন দিয়েছে। পরে সেই সমর্থন আর পাবেন না। কালা কানুনের ফলে মানুষ আতংকগ্রস্ত।সাধারণ নাগরিক ক্ষিপ্ত হয়ে উঠেছে। এবং এনপি আর সংশোধন করুন। এই সভায় উপস্থিত ছিলেন,কাজিপাড়া মসজিদ কমিটির সেক্রেটারি সেখ জাহিরুদ্দিন, নাগরিক মঞ্চের জয়েন্ট সেক্রেটারি সেখ সালাউদ্দিন সমাজ কর্মি, মহাঃ শফিউল্লাহাফেজ, সমাজ কর্মি মহাঃ সেখ জুন্নুন, ও মানোয়ার হোসেন হুগলি জেলা যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ দে প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + six =