দেশ 

এনআরপি কি এনআরসি-র প্রথম ধাপ ? এই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা তৈরি করলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর তথ্য থেকেই কী তৈরি হবে এনআরসি ? এই প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে ফের ধোঁয়াশা তৈরি করলেন কেন্দ্রের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ।তিনি বলেন ,এনআরসি তৈরির ক্ষেত্রে এনপিআরে নথিভুক্ত নাগরিকদের তথ্য ব্যবহার করা হতেও পারে, আবার না-ও হতে পারে।

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘একটা অবস্থান নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়া রয়েছে। প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই নিয়ে। তার পর বিষয়টি যাচাই করে দেখা হবে। কার, কোথায় আপত্তি খতিয়ে দেখা হবে তা-ও। বিভিন্ন আবেদন খতিয়ে দেখতে হবে। শলাপরামর্শ করা হবে রাজ্য সরকারগুলির সঙ্গেও। যদি কিছু করা হয়, তা প্রকাশ্যেই করা হবে। লুকিয়ে-চুরিয়ে কিছুই হবে না।’’

Advertisement

এনপিআরের অন্তর্ভুক্ত তথ্য এনআরসি তৈরিতে ব্যবহার করা হবে কি না, জানতে চাইলে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘আইন মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। এনপিআর-এর কিছু তথ্য এনআরসি-তে ব্যবহার করা হতেও পারে আবার না-ও হতে পারে। তবে তার চেয়েও বড় কথা হল, ভোট দেওয়ার জন্য যেমন ভোটার তালিকায় নাম থাকতে হয়, প্যান কার্ড এবং পাসপোর্ট তৈরির জন্যও যেমন অনেক তথ্য দিতে হয়। পাসপোর্ট, ভোটার কার্ড, সব ক্ষেত্রেই বাবা-মায়ের তথ্য দিতে হয়। তাহলে শুধুমাত্র এনপিআর নিয়ে এত হইচই কেন, বোধগম্য হচ্ছে না আমার।’’

সিএএ আইন নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ-আন্দোলন । এই প্রেক্ষাপটে এনআরপি করা হবে বলে কেন্দ্র ঘোষণা করেছে । ফলে মানুষের মনে সংশয় তৈরি হয় । এনআরপি এনআরসি-র একটা ধাপ বলে বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করেছে । বিভিন্ন সংবাদ-মাধ্যম ও রাজনৈতিক দল এনআরপি তথ্য চাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন । এই পরিস্থিতিতে আইন মন্ত্রীর আজকের সাক্ষাৎকার আরও বেশি করে জটিলতা তৈরি করবে বলে ওয়াকিবহাল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − five =