দেশ 

এনপিআর নিয়ে এনডিএ জোটে ভাঙন , বিহারে এনপিআর করবে না নীতিশ , বিভ্রান্তি দূর করার আহ্বান জেডিইউ-র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিজয়ন নন , এবার এনপিআর করতে চাইছেন না খোদ মোদী সরকারের শরীক নীতিশ কুমার । তাঁর স্পষ্ট কথা আগে মোদী সরকার এনপিআর নিয়ে বিভ্রান্তি দূর করুক তারপরে বিহারে এনপিআর হবে । না হলে হবে না ।

সংযুক্ত জনতা দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেছেন, ‘অমিত শাহ এক-কথা বলছেন। আবার আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন এনপিআর হল এনআরসির প্রথম ধাপ। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব ও নানা আশঙ্কা দূর হওয়া প্রয়োজন।’ তবুও বড় শরিকের সিদ্ধান্ত কী বিবেচনা করবে শরিক জেডিইউ? ত্যাগী বলেন, ‘এনপিআরের উদ্দেশ্য কী তা আমাদের দল জানতে চায়।’ এরপরই পরিষ্কার করে ত্যাগী জানিয়েছেন, ‘সরকারের কোনও প্রতিনিধি, বিশেষত স্বারাষ্ট্রমন্ত্রী নিজে এনপিআর ও এনআরসি নিয়ে সরকারের অবস্থান স্বচ্ছভাবে না জানালে তা লাগু করার কোনও প্রশ্নই নেই।’

Advertisement

বাংলা, কেরল সহ বিজেপি বিরোধি রাজড্যগুলি আগেই জানিয়েছিল এনআরসি লাগু হবে না। সেই সুরই শোনা গিয়েছিল এনডিএ শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গলায়। তিনি জানান, ‘বিহারে এনআরসি লাগু করা হবে না’। দলের ভাঙন রোধ করতেই জেডিইউ প্রধান এই অবস্থান নিয়েছেন বলে দাবি অনেকের। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন করায় নীতীশের দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। সিএএ সমর্থন নিয়ে নীতীশ নেতৃত্বের সমালোচনা করে সরব হন দলের সহ-সভাপতি তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। সিএএ সমর্থন জেডিইউ-এর নীতি-আদর্শের পরিপন্থী বলে সরব হয়ছেন আরেক নেতা পবন ভার্মা। এমনকী, জেডিইউ সিএএ সমর্থন করায় দল ছাড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পবন ভার্মা।

আগামী বছর বিহারে ভোট। আর সিএএ এবং এনআরসি নিয়ে ইতিমধ্যে আন্দোলনে নেমেছে খোদ কংগ্রেস বিরোধী দলগুলি । এই সব দলের আন্দোলনে ভালো সাড়া পাওয়া যাচ্ছে । এরফলে বিজেপি সরকারের জনপ্রিয়তা বিহারে অনেকটাই কমে গেছে । এমনকি রাজনৈতিক ভাষ্যকর মনে করছেন , বিজেপি বিহারে ব্যাকফুটে সিএএ আর এনআরসি ইস্যুতে । তবে মোদী সরকার হঠাৎ করেএনপিআর ঘোষণা করে দেয় । ফলে বিহারের বিরোধী দলগুলি অমিত শাহ-র ঘোষণা নতুন করে বলতে সাহস পাচ্ছে । তারা বলছে অমিত শাহ বলেছিলেন , এনপিআর হল এনআরসির প্রথম ধাপ । সে কথা প্রচার করে বিহারে ইতিমধ্যে বিরোধীরা শাসক জোটের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে । এই পরস্থিতিতে নীতিশও এনআরপি থেকে পিছু হঠলে বিজেপি সরকারকে বড় ধাক্কা খেতে হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 4 =