কলকাতা 

দফায় দফায় বৃষ্টি এক ধাক্কায় কলকাতায় পারদ নামল তিন ডিগ্রি ; শীতে জবুথবু সমগ্র বাংলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রায় সারা রাত ধরে দফায় দফায় বৃষ্টির ফলে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা কমে গেল তিন ডিগ্রি ।শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ছয় ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

এ দিন সকালেও আকাশের মুখ ভার। ভোরের দিকে কুয়াশাও ছিল বেশ। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হয়েছে। ফলে আরও জাঁকিয়ে বসেছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা এবং নদিয়াতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বড়দিনে কলকাতায় ভালই ঠান্ডা মালুম হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই উঠে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু বৃষ্টির জের ২৪ ঘণ্টার মধ্যে ফের তাপমাত্রার পতন হয়। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১১.৮ মিলিমিটার। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার দাপটও। আলিপুর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্য জুড়ে।

Advertisement

এ বার শুরু থেকেই একটা ঝিমুনি ছিল শীতের। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘পবন’-এর কারণে শীত বাধা পাচ্ছিল। ফলে ইনিংসের শুরুতেই দাপিয়ে ব্যাটিং করতে পারেনি শীত। কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পেরোতে না পেরোতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করে। ফলে এক ধাক্কায় কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। শৈত্যপ্রবাহও চলে গাঙ্গেয় বঙ্গের বেশ কয়েকটি জেলায়। কিন্তু সেই ঠান্ডার আমেজ উপভোগ করতে না করতেই ফের পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের উপর সৃষ্ট উচ্চচাপ বলয় শীতের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে তাপমাত্রা ফের ঊর্ধ্বগামী হয়। কিন্তু সেই ঝঞ্ঝা ও উচ্চচাপ সরে যাওয়াতেই ফের উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাপমাত্রাও নামতে শুরু করেছে। আরও কয়েকদিনে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে দাবি করছে আবহাওয়া অফিস ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − five =