দেশ 

নতুন বছরে পেঁয়াজ আরও দামি হবে , রফতানি বন্ধ করল তুরস্ক ; কেন তুরস্ক ভারতকে পেঁয়াজ রফতানি বন্ধ করল ? নেপথ্যের কারণ জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ক্রিসমাসের দিন কলকাতার বাজারে পেঁয়াজের দাম ছিল ১১০-১২০ টাকা । তবে নতুন বছরে পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই । কারণ তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার যে উদ্যোগ সরকার নিয়েছিল তাতে বেশ কয়েক হাজার টন পেঁয়াজ এলেও এখন আর বাকি পেঁয়াজ আসবে না । কারণ হিসাবে তুরস্ক সরকার জানিয়েছে তারা পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । ইতিমধ্যে ইরাণ ভারতে এবার পেঁয়াজ রফতানি করেনি । ফলে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় । এরফলে নতুন বছরে আরও দামী হচ্ছে পেঁয়াজ । অবশ্য অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে , সম্প্রতি কুয়েতে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের বৈঠক হয়েছিল । সেই বৈঠকে সিদ্ধান্ত হয় , ভারত সরকার সেদেশের মুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে । এমনকি সংশোধিত নাগরিকত্ব আইনেরও সমালোচনা করা হয় , রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা হয় । মুসলিম দেশগুলি দাবি করে ভারত সরকার সেদেশের মুসলিমদের নিরাপত্তা সুনিশ্চিত না করলে সর্ম্পক ছিন্ন করা হবে । বিশেষ করে বাণিজ্যিক সর্ম্পক ছিন্ন করার জন্য তিনটি রাষ্ট্র সওয়াল করে । এদের মধ্যে ছিল মালেশিয়া , তুরস্ক , ইরাণ । সেই সময় প্রশ্ন ওঠে তুরস্কও তো নিজেই সেই দেশকে পেঁয়াজ রফতানি করছে । সৌদি আরবকেও প্রশ্নের মুখোমুখি পড়তে হয় । সেই সময় সৌদির প্রতিনিধি জানায় , ভারত সেদেশের মুসলিমদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে তারা কড়া পদক্ষেপের পথে হাঁটবে । সেই সম্মেলনের গৃহীত সিদ্ধান্তেই কী পেঁয়াজ রফতানি বন্ধ হল ?

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে সাত হাজার টনের কিছু বেশি পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই এসেছে তুরস্ক থেকে বাকি দেশগুলির মধ্যে রয়েছে ইজিপ্ট চিন নিজের দেশে পরিস্থিতি আয়ত্তে থাকায় এত দিন পেঁয়াজ রফতানি করছিল তুরস্ক কিন্তু, বার সেখানেও পেঁয়াজের দাম চড়তে শুরু করেছে ফলে রফতানিতে কোপতবে প্রশ্ন উঠেছে ৫ হাজার টন পেঁয়াজ ভারতকে রফতানি করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কী তুরস্ক সরকার জানত না তাদের দেশে পেঁয়াজ কতটা আছে ? নাকি নেপথ্যে অন্য কারণ?

Advertisement

গত তিন মাস ধরেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া। এক সময় দাম বাড়তে বাড়তে তা দেড়শো টাকার উপরেও চলে গিয়েছিল। সম্প্রতি, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার পরেই সেই দাম কিছুটা নেমেছিল। কিন্তু, তুরস্কের সিদ্ধান্তে ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিল

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 7 =