জেলা 

অধীরের হাত ধরেই মুর্শিদাবাদে ভাঙছে তৃণমূল , আরও ভাঙবে দাবি অধীরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরির হাত ধরে মুর্শিদাবদের ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস । এতদিন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হিসাবে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী কংগ্রেসকে ভেঙে তৃণমূলকে শক্তিশালী করেছিলেন। এমনকি গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি তৃণমূল কংগ্রেস দখল করে । একমাত্র বহরমপুরে অধীর চৌধুরি নিজে জিতে ছিলেন । এই অবস্থায় বহরমপুরে কংগ্রেস ছাড়া জেলার আর কোথাও কংগ্রেসের সংগঠন তেমন একটা দেখা যায়নি । কিন্ত অধীর জেতার পর লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত হয় । এরপরেই অধীরের জনপ্রিয়তা মুর্শিদাবাদে আরও বৃদ্ধি পায় । সেই জনপ্রিয়তাকে সম্বল করে সমগ্র মুর্শিদাবাদ জুড়ে কংগ্রেসের সংগঠন আরও চাঙ্গা হয়েছে । তৃণমূলে চলে যাওয়া একের পর এক নেতারা কংগ্রেসে ফিরে আসতে শুরু করেছেন ।

একদা কংগ্রেস গড় বলে পরিচিত মুর্শিদাবাদ ক্রমেই তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিতি পেয়েছে৷ আর এবার সেই অধীর চৌধুরীই ভাঙলেন তৃণমূলের ঘর৷ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার পাঁচ প্রাক্তন কাউন্সিলর৷ অধীর চৌধুরীর নেতৃত্বে তাঁরা কংগ্রেসে যোগ দিলেন৷ এপ্রসঙ্গে এদিন অধীর বলেন, ‘তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন তাঁরা৷ তাই এদিন কংগ্রেস যোগ দিলেন৷’

Advertisement

কংগ্রেসের ওই অনুষ্ঠানে অধীর বলেন, ‘এখন শুধু স্থানীয় নেতাদের যোগদান করালাম। এরপর ওই নেতাদের ঘনিষ্ঠরাও একে একে কংগ্রেসে যোগ দেবেন৷ কান্দিতে বড় একটি অনুষ্ঠান করবে কংগ্রেস৷ সেই অনুষ্ঠানেই তাঁদের দলে ফেরানোর ব্যবস্থা হবে৷’

এদিকে, তৃণমূল ছেড়ে কংগ্রেস যোগ দিয়ে অনেক নেতাই এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন৷ সদ্য কংগ্রেসে যোগ দেওয়া এক নেতা জানালেন, তৃণমূল পরিচালিত পুরসভায় লুঠ চলছে৷ উন্নয়নের টাকা নেতাদের পকেটে যাচ্ছে৷ এলাকার উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে৷ তৃণমূলে থেকে এর প্রতিবাদ করায় সুবিধা হয়নি৷ দায়িত্বপ্রাপ্ত নেতারাও অভিযোগ পেয়েও আমল দেননি৷ বাধ্য হয়েই তাই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁরা৷

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 1 =