Featured Video Play Iconকলকাতা 

নাগরিকত্ব সংশোধিত আইনের পক্ষে কলকাতার রাজপথে জেপি নাড্ডার নেতৃত্বে মহামিছিল করল বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : একদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন দেশজুড়ে বিজেপি বিরোধী দল গুলি পথে নেমেছে তখন এই আইনের সমর্থনে পথে নেমেছে বিজেপিও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন আইনের প্রতিবাদে। বিজেপিও ছোট ছোট অনেকগুলি কর্মসূচি ইতিমধ্যেই পালন করেছে।

সোমবার কলকাতায় বিজেপির কেন্দ্রীয় মিছিলে অংশ নিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। এদিন সুবোধ মল্লিক স্কয়ার জমায়েত হন বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মন্ত্রী দেবশ্রী চৌধুরী কিংবা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত রা এদিন প্রথম সারিতে ছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষ উপকৃত হবেন বলে এদিন বিজেপির তরফ থেকে দাবি করা হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − three =