কলকাতা 

‘লোকসভায় ১৮টি আসন পাওয়া তো শুধুমাত্র ট্রেলর ছিল , পিকচার আভি বাকি হ্যায়’ ২০২১-এ বাংলা দখলের হুংকার নাড্ডার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধিত আইনের পক্ষে আজ সোমবার কলকাতায় মিছিল করল বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা । মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা জগৎপ্রকাশ নড্ডা।  তিনি দাবি করেন ২০২১-এর নির্বাচনে তারা ক্ষমতায় আসছে বিপুল ভাবে । তিনি বলেন লোকসভায় ১৮টি আসন পাওয়া তো শুধুমাত্র ট্রেলর ছিল , পিকচার আভি বাকি হ্যায় ।

সিএএ-র সমর্থনে বিশাল মিছিল জেপি নাড্ডার নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যায় ।মিছিল শেষে শ্যামবাজার চারমাথার মোড়ে জনসভাও করেন নড্ডা। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। নাড্ডা বলেন, ‘‘কেন্দ্রের কোনও প্রশ্নের উত্তর দেন না মমতা। তাহলে সংবিধান বিরোধী কাজ আসলে কে করছে?’’ নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে চলতি মাসের শুরুতে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলার পরিস্থিতি। তা নিয়েও মমতার বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতি করার অভিযোগ করেন নড্ডা।

Advertisement

এদিনের মিছিলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিন্হা, হুগলির সাংসদ লকেট চট্টেপাধ্যায়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, মুকুল রায়, রূপা গঙ্গোপাধ্যায়-সহ রাজ্যের তাবড় বিজেপি নেতারা  শামিল হয়েছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − 3 =